সখা, সখা ও সাথী [খণ্ড-১] | Sakha, Sakha O Sathi [Vol. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রভাবনা প্রমদাচরণ সেন মাদিগের দেশে একটী বড় সুন্দর নিয়ম অতি পূর্বকাল হইতে অদ্য পর্যন্ত প্রচলিত রহিয়াছে; আমাদের দেশে কোনও কার্য আরম্ভ করিবার পূর্বে দেবতার নাম করা হইয়া থাকে। বাস্তবিক কোন কার্য করিবার পূর্বে ভগবানের নাম লইলে যেন মনে বল বাড়ে, আশা হয় যেন সে কার্য সফল হইবে, এবং আর কোন ভয় থাকে না। আমরা এই জন্যই আজ সর্ব প্রথমে পরমপিতা পরমেশ্বরের নাম স্মরণ করিতেছি, তিনি দয়া করিয়া আমাদিগের এই কার্যের সহায় হউন এতদিন পরে “সখা” প্রকাশিত হইতে চলিল। এইরূপ পত্রিকা আমাদিগের দেশে নাই বলিয়াই আমরা এই পত্রিকাখানি প্রকাশ করিবার ইচ্ছা করিয়াছিলাম। আমাদিগের হতভাগ্য দেশে বালকবালিকাদিগের জ্ঞানের ও চরিত্রের উন্নতির জন্য অধিক লোক চিন্তা করেন না; অথবা করিবার অবকাশ হয় না, এই জন্যই “সখা”র জন্ম হইল। “সখা” পিতামাতার উপদেশ এবং শিক্ষকের শিক্ষা দুইই প্রদান করিবে। যাহাতে বালকবালিকারা বাস্তবিক মানুষ হইতে পারেন, তজ্জন্য AAA লেখক ও লেখিকাগণ প্রাণপণে চেষ্টা করিবেন--ফলতঃ যাহাতে পত্রিকাখানির Hal’ এই নাম সার্থক হয়, সে দিকে সকলেরই দৃষ্টি থাকিবে। কিন্তু এই সুবৃহৎ ব্যাপারে দেশের সমস্ত শিক্ষিত পুরুষ এবং শিক্ষিতা রমণীদিগের সাহায্য আবশ্যক হইবে। শিক্ষিত পিতামাতাদিগের নিকট আমাদের সানুনয় নিবেদন এই যে তাহারা যেন আপন আপন বালকবালিকাকে শিক্ষা দিবার সময় অনুগ্রহপূর্বক আমাদিগকে তাঁহাদের সাহায্যকারী বলিয়া মনে করেন। এই পত্রিকায় লিখিত ণল্প প্রভৃতির দ্বারা বালকবালিকাদিগের চরিত্রের বিকাশ এবং জ্ঞানের বিস্তার করাই আমাদিগের লক্ষ্য, সুতরাং যদি তাহারা দেখেন এই লক্ষ্যের বহির্ভূত কোনও বিষয় পত্রিকায় লিখিত হইতেছে, তখন যেন দয়া করিয়া আমাদিগকে তাহা জানান, এবং যে প্রণালীতে লেখা হইতেছে, তৎ সম্বন্ধে যাহাতে উন্নতি হইতে পারে, অনুগ্রহপূর্বক সে বিষয়েও পরামর্শ দেন। বালকবালিকাদিগের সকলের মনের গতি সমান নহে, সুতরাং একই উপদেশ যে সকলের পক্ষে সমান কার্যকর হইবে, এরূপ আশা করা যায় না। অভিভাবকগণ যদি অনুগ্রহপূর্বক পত্রদ্ধারা আমাদিগকে আপন আপন সম্ভানদিগের চরিত্র বিষয়ে জানান, তাহা হইলে আমরা বিশেষ বিশেষ চরিত্রের উপযোগী গল্পময় প্রসাব সকলেরও অবতারণা করিতে পারি। বালকবালিকাদিগের নিকটেও আমাদের একটী নিবেদন আছে; তাহারা যদি তাহাদের যখন যে কোন বিষয়ে জানিবার ইচ্ছা হয়, আমাদিগকে জিজ্ঞাসা করিয়া পাঠান, তাহা হইলে আমরা প্রত্যেক বিষয়ে যতদূর সম্ভব সদুত্তর দিতে চেষ্টা করিব। ইহাতে বালকবালিকাদিগের উপকার হইবার সম্ভাবনা। তাহাদের নিকট আরও একটী কথা এই যে, তাহাদের রচনাশক্তি এবং চিস্তাশক্তি বাড়াইবার জন্য আগামী মাস হইতে এই পত্রিকার মধ্যে খানিকটা স্থান নির্দিষ্ট থাকিবে; তাহারা ইচ্ছা করিলে যে কোন বিষয়ে আলোচনা করিতে পারিবেন। একটী দৃষ্টান্ত দিলে বিষয়টী পরিষ্কার হইয়া যাইবে ;মনে করুন, চাষার ছেলেদিগের লেখাপড়া শিক্ষা করা



Leave a Comment