For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)ধরবে, দেখাবে ও গানের পূর্ণ পরিণতির পথ দেখাবে। তাকে চিনতে হবে, ধরতে হবে,
অনুভব করতে হবে সে কী চায় প্রকাশ করতে, তখন তার কাছে open করলে
সে-ই প্রকাশ করে সত্যকারের গান কী--কী তার আদর্শ কী তার ধর্ম, কিজন্যে তার
সুর, তাল, লয়, প্রাণ, কথা, ভাব, অনুভূতি ইত্যাদির এত সরঞ্জাম। আমি বলি তখনই
গান গান হয় (এটা অবশ্য আমার অনুভূতি। সত্য মিথ্যা কতদূর কী তা ভাই বলতে
পারব না।)। নে তোমাদের দিলীপদার গান শুনে মন যেন ভরে না! তার কণ্ঠ সর্বদাই গুনগুনিয়ে
OTS | ২৫ বছর ধরে ওই কণ্ঠের গান সদাসর্বদা শুনেছি .....তার গান বড় কঠিন। সুরের
যে সব আলোচছায়ার TPH কারুকার্য আছে ও তার মধ্যে যে রসের উৎস আছে তাকে
ঠিক মতো ধরতে পারা কঠিন-_তাই নয় কি? .... তোমার মন্টুদাকে শ্রীমা নবসঙ্গীত সৃষ্টির দিকে যেতে বলেন তা জানি। তিনি
সুরকার ও সঙ্গীতশিল্পী হিসাবে কী হয়েছিলেন তার তুলনা কি তোমরা আজো খুঁজে
পেয়েছো? আমি তো পাইনি। তিনি সম্পূর্ণ নতুন সঙ্গীতজগতই সৃষ্টি করে গেছেন তার
শ্রীগুরু, শ্রীমা ও শ্রীঅরবিন্দের প্রেরণায় কৃপায়। আমায় শ্রীঅরবিন্দ লিখেছিলেন,
'দিলীপের সাধনা কাব্য ও সঙ্গীতের মধ্য দিয়ে ।” কাব্যে সাহায্য করেছেন তিনি স্বয়ং
এবং সঙ্গীতে শ্রীমা। Sh কখনো কিছু বলে করতেন না, শুধু প্রেরণা দিতেন। আমি
শুধু এইটুকুই জানি। নব বৈশিষ্ট্য নিয়ে সঙ্গীত সৃষ্টি ও অতুলনীয় সুরকার তিনি এইভাবে
হয়ে ওঠেন। শ্রীমা শুধু বলেছিলেন (ও প্রেরণা দিতেন) তোমায় নব সঙ্গীত সৃজন করতে
হবে। তার দিলীপের গান খুবই পছন্দ ছিল। তবে শুনেছি এবং এ খবর সত্য যে ছোটবেলায় দিলীপ নাকি একেবারেই গাইতে
পারতেন না। তার কত বয়স থেকে তিনি গান গাইতে আরম্ভ করেন তা আমার জানা
নেই। আমি ১৯২২ প্রথম তাকে দেখি ও তার গান শুনে মুগ্ধ হয়ে যাই গয়া কংগ্রেসে।
আমার মামা সেবার President ছিলেন এই সভামগুপের আসরে ডিসেম্বর মাসের
শেষের fics | তার মত কণ্ঠ, তন্ময় হয়ে তাতে বিভোর হয়ে অপূর্ব ভাবের এক নতুন
জগৎ সামনে খুলে দিয়ে গান গাওয়া আমি তো আর শুনলাম না। ১৩