সাহিত্য-পরিষৎ-পত্রিকা [ভাগ-৬৪] | Sahitya-Parishat-Patrika [Pt. 64]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
num বধ ] বঙ্গদেশে জৈনধর্শ্মের প্রারস্ত © নামক নগর কোটিবর্ষে অবস্থিত ছিল। প্রায় সকলের মতেই বাণপুর দিনাঙ্গপুর জেলায় অবস্থিত বর্তমান বাণগড়। কোটিবধ যে পুও্ড বন্ধনের অস্তভুক্তি স্থান ছিল, তাতে কোন সন্দেহ নেই। তাম়লিপ্ত সহুপরিচিত। স্থতরাং কল্পসুত্রের এই থেরাবলী হ'তে বোঝা যায় যে, ভদ্রবাহুর শিষ্যেরা যে চারটি ধারা ও সম্প্রদায় প্রতিষ্ঠা করেন, তন্মধ্যে দুটি ছিল উত্তর- বঙ্গে, অন্যটি ছিল নিযম়নবঙ্গে, wrafafa অঞ্চলে । ভদ্রেবাহু Beye চতুর্থ শতকে ata ছিলেন, স্থতরাং বঙ্গদেশের জৈনধশ্ম অন্ততঃ Beye তৃতীয় শতকেই স্মপ্রতিষ্ঠিত হয়েছিল, এরূপ অনুমান করা অসঙ্গত AY | এ অন্মানের পক্ষে আর একটি প্রমাণের উল্লেখ করা চলে। সে প্রমাণ পায় যায় দিব্যাবদান হ'তে। দিব্যাবদধান বৌদ্ধ বিনয়গ্রন্থের অংশবিশেষ । এ গ্রন্থ By প্রথম দ্বিতীয় শতকে সম্পূর্ণভাবে লিখিত হয়েছিল, তার প্রমাণ আছে। এ গ্রন্থের একটি অবদানে মৌষ্যবংশীয় রাজ অশোকের ভ্রাতা বীতশোকের গল্প বণিত হয়েছে। বীতশোক বৌদ্ধধর্ম দীগালাভ করবার পর এক সময়ে প্রত্যন্তজনপদে বসবাস করছিলেন। “তশ্মিন্‌ চ সময়ে পুগ্ড,বন্ধননগরে fra caper বুদ্ধপ্রতিম। নিগ্ব ew পায়ো নিপতিত চত্রাপত৷।। উপাসক্েেনাশোকশ্ঠ রাচ্ছো নিবেদিত: | শ্রুত্বা চরাজ্ডাতিহিতং শীত্রমানীয়তাম CMR যোজনং যক্ষা: শব স্তি অধে। যোজনং নাগ! যাবং তং তংক্ষণেন যকঙ্ষেরূপনতম। W816 ate রুমিতেনাভিহিতম্‌ ৷ ya বন্ধনে সবে আজীবিকা: (-নিগস্বা, ) প্রথঘাতয়িতবযা: মাবদেকদিবসে অষ্টাদশসইস্রাণি আঙ্ীবিকানাং (= fag sian) প্রঘাতিতানি ।" (শেষের দু'টি বাকেয যে ভুল করে নিগ্ন 2 স্থানে আজীবিক বলা হয়েছে, তা গল্পের পৌরাঁপয। হলে CAA যায়, গল্পটির প্রাচান চীনা অনুবাদ হতেও তা স্পষ্ট ধরা যায় । ) YS বন্ধন নগরে নিগ্রস্থউপাসক এমন একটি পট একেছিল, যাতে দেখান হয়েছিণ যে, Ya নিগ্রদ্থেণ পদবন্দনা করছেন। এ সংবাদ অশোককে দেওয়া VAI WAS অত্যন্ত কুপিত হয়ে fas স্বদের হত্যা করবার জন্য যক্ষকে নিয়োজিত করলেন। As Aaa নগরের সমস্ত নিগ্বকে হত্যা করা VA ( এবং এই সঙ্গে ভুল করে বীতশোককেও হত্যা Fa] হল, কারণ, তিনি সেই সময়ে না জেনে নিগ্রদ্থদের বাড়ীতে অবস্থান করছিলেন )। এ হচ্ছে অশোকের প্রথম জীবনের কথা, তখন তিনি নিষ্ঠরপ্ররুতির ছিলেন, সেই কারণে তখন তার নাম ছিল চণ্ডাশোক । যথন তার শিলালেখ প্রচারিত হয়, তথন খুব সম্ভব তিনি ধর্মের Ga কাউকেই উৎপীড়ন করতেন না, এবং সেই সময়েই লিখেছিলেন-_-“নিগংথেহ পি মে Sto.” | এ গল্প হতেও স্পষ্ট বোঝা WI যে, অশোকের সময়ে অর্থাং Hoye তৃতীয় শতকে te বন্ধন নগরে aa orem সপ্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর-বঙ্গে সে সম্প্রদায়ের প্রভাব TAY সপ্তম শতকের মধ্যভাগ WHS যে প্রবল ছিল, তার প্রমাণ হিউয়ান সাংএর বিবরণী হ₹'তেই পাওয়া যায়। তাঁর সময়েও পু বর্ধন নগরে নিগ্রন্থদের সংখ্যা ছিল অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে অনেক বেশী |



Leave a Comment