For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)de শ্রীয়ামকবষণায়ম সন্ধ্যা যখন আবার তখন
মিলিয়ে যেও ধীরে |
তোমার sia রূপে মজিয়ে আমায়
ভিজায়ে আখিনীরে। কামারপুকুরে সীতারাম পাইনের বাড়ীর উঠানে আজ বসবে নামকরা
এক যাত্রার দলের আসর। উপলক্ষ শিবরাত্রি, আবার পালার নামও
'শিবরাত্ি-_-সময় রাত্রি দশটা-_তাই গ্রামের ছেলেবুড়ে৷ সবার প্রাণে
আজ অপার মানন্দ | সহসা শোনা গেল, শিবের ভূমিকায় যিনি অভিনয়
করে থাকেন, প্রবল জ্বরে সহসা তিনি গীড়িত। অধিকারীর চোখ
মুখ ছুর্ভাবনায় ছানাবড়া--'এখন উপায় ? বায়না নিয়েছি, ছোকরাদের
মারের হাত থেকে পিঠ বাঁচাই কেমন করে? বাবা শিব, তারকনাথ!
এ বিপদের হাত থেকে স্বয়ং তুমি এসে আমাকে উদ্ধার কর।” চোখ
, দু'টো চরকির মত ভয়ে চারদিকে কেবল ঘুরছে । এমন সময় একদল
ছেলে গদাইকে নিয়ে অধিকারীর সম্মুখে হাজির। গদাইকে দেখিয়ে
বললে, “এর নাম গদাধর, ভাল অভিনয় করে, যে সব কথা বলতে হবে
ভাল করে শিখিয়ে দিন, তারপর যাত্রা আরম্ভ sa’ উপবাসী গদাধর শিবের পুজা সেরে, সবেমাত্র শিবের ধ্যানে
বসেছিলেন; এমন সময় এই ছেলেরা গদাধরকে ধরে নিয়ে এসেছে । অধিকারীর ধড়ে প্রাণ এল; শিব শিব বলে কপালে যুক্তকর
ঠেকিয়ে, গদাধরের দিকে চেয়ে ভাবলেন, বেশ দেখতে ছেলেটি-_ভাল
করে শিখিয়ে দিলে নিশ্চয় ভাল অভিনয় করবে | যথাসময়ে শুরু হল যাত্রা । হাতে fae, গদাধরের প্রবেশের
সঙ্গে সঙ্গেই তার মনভুলানো ভুবনমোহন রূপ দেখে একসঙ্গে বার
বার শিব শিব বলে সকলের হাততালি। ভাবে সমাহিত গদাধর,
কিন্তু দৃঢ় হস্তে ত্রিশূল ধারণ করে পাথরের সুঠাম মুতির মত স্থিরভাবে
দণ্ডায়মান । বাহ্যজ্ঞান SAAS, ধারায় নেমে এসেছে | চোখের জল।