ডাইনীরা কি আজও আছে ! | Dainera Ki Aajo Ache !

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
খাইয়ে দিলেই সুস্থ হয়ে যাবে? হবে রে হবে-_কেমন অস্পষ্ট শোনাল পুনের কথাগুলো | ম্যাজউইটাকে নিয়ে পুনে আর নেটসেয়ি এল মুকুজোহোর বাড়ি | মাটির মেঝেতে খড়ের বিছানায় অঘোরে ঘুমোচ্ছে মুকুজোহো। ম্যাজউইটা একটা কৌটোর ঢাকনার ওপরে নিল মদ । পুনে সেই ছুটো ওষুধ মিশিয়ে দিল | ডানদিকে কাত হয়ে afar মুকুজোহো | পুনে আর নেটসেয়ি তাকে ঘুরিয়ে চিত করে wary fra | আর ম্যাজউইটা তার মুখে ঢেলে দিল সেই ওষুধ | পরদিন মুকোজোহোে মারা গেল | ফোর্ট ভিক্টোরিয়ার হাইকোরট থেকে বেরিয়ে গেল চাঞ্চলাকর সেই ডাইনী মামলার রায়-_ম্যাজউইট, পুনে আর নেটসেয়ি তিনজনেরই বেকস্তুর মুক্তি ! কী ব্যাপার--কেমন করে হল ? তীব্র বিস্ময়ে ছটফট করে উঠল দেশবাসী | তাহলে কি তারা মুকুজোহোকে বিষ খাওয়ায়নি? আর নেটসেয়ির সেই দীর্ঘ জবানবন্দী--একটা মিথ্য৷ অবাস্তব রোমাঞ্চকর গল্প ? পোস্টমর্টমে মুকুজোহোর দেহে বিষপ্রয়োগের কোন লক্ষণ পাওয়া! গেল না। আরও আশ্চর্য, ইনভেসটিগেটিং সারজেনট উইলি এবং ইন্সপেকটার ফারাও তিন আসামীকে নিয়ে পাহাড়ের সেই গুহায় গিয়েছিল। সেখানে সাপের চামড়া কি কুমীরের হৃদপিণ্ডের চুর্ণজাতীয় কিছু পাওয়া যায় fa | আর পুনে ষে গাছের শিকড় সংগ্রহ করেছিল-_-উদ্ভিদ-বিজ্ঞানে তার নাম টারন্মাস ল্যাবিয়ালিস- নেহাতই একটি বুনে! গাছ। মোটেই বিষাক্ত নয়! আর সেই গুড়ো দুটে৷ SEIT ছাতুর সঙ্গে মেশানে৷ একটি গাছের মূল-_ “টিউবারাস রুটডোলিচেলা'! কেমিক্যাল এগজামিনেশন রিপোরটেও জান। গেল--অল আর হারমলেস অর্থাৎ কোন গাছগাছড়াই ক্ষতিকারক নয়। মুকুজোহোর স্বাভাবিক yor হয়েছিল-! তাহলে বৃদ্ধা ডাইনী পুনের সেই নিশীথ অভিধান, মশাল জ্বালিয়ে সেই কালো বিড়ালের মাথা আর করোটি কঙ্কাল নিয়ে সেই বীভৎস সাধনভজন-- সবই কি কুট-কুটিল রহস্তময় রোমাঞ্চকর নাটকীয়তা? এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে এবং ডাইনীবিদ্যার ভেতরে কতটুকু সত্য আর কতটুকুই বা অলোকিক, এই তথ্যটিও পরিস্ষুট হয়ে উঠবে উত্তর ভিক্টোরিয়ার আর একটি ডাইনীর চাঞ্চল্যকর মামলার শুনানীতে | ১৬



Leave a Comment