সিদ্দিক-ই-আকবর হজরত আবুবকর [সংস্করণ-৩] | Siddik-e-akbar Hazrat Abubkar [Ed. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
অবতরাণিকা ইতিহাস আল্লাহর সৃষ্টি আজকের বালক-বালিকা যেমন আগামীকালের যুবক যুবতী, জনক-জননী বা পিতা-মাতা, ঠিক অনুরূপভাবে আজকের ঘটনা আগামীকালের কাহিনী বা ইতিহাস। অতীতের সংবাদপত্রগুলো বর্তমানের ইতিহাস এবং বর্তমানের ংবাদপত্রগুলো তবিষ্যতের ইতিহাস। সুতরাং ইতিহাসের মূলে দেখা যাচ্ছে--প্রথম ঘটনা, ঘটনা সংবাদে রূপান্তরিত, সংবাদ ইতিহাসে স্থানাস্তরিত। এবার লক্ষ্য করব-_ এই ঘটনারাশির মূলে কে! “তোমার নিকট কি ফেরাউন ও সামুদের সৈন্যবাহিনীর বৃত্তান্ত এসেছে।” কোরআন---৮৫ : ১৭ ১৮। কোথায় আজ দুর্ধর্ষ আদ-সামুদ-মাদাইন ও লুতের বংশধরগণ! কোরআন --৭: ১৫, ৯:৭০, ১১:৫০, ১৪ :৯, ২২: ৪২, ২৫ : ৩৮। কোথায় আজ শক্তিশালী ফেরাউন, সাদ্দাদ ও নমরুদ! কোরআন-- ২ : ২৫৮, ৭ :১০৩-১৪০, ১০:৭৫ ৯২১। কোথায় আজ মহেঞ্জোদাড়ো, হরপ্পা ও অজস্তা-ইলোরা ! কোথায় আজ আল্‌-হামরা ও তাজমহলের নির্মাতাগণ! আল্লাহ্‌ কোরআনে ন্যায়-বিচার ও উপকারের জন্য নির্দেশ দিয়েছেন। অশ্লীল ও অসৎ কার্যের এবং অমিতব্যয়িতার জন্য নিষেধ করেছেন। ১৬: ৯১। যখনই যে কেউ আল্লাহর বাণীকে উপেক্ষা করেছে, তখনই তিনি তাকে শুন্যে বিলীন করে দিয়েছেন। তাই মানুষের সৃষ্টি ইতিহাসের মূলে যে ঘটনারাশি, তারও মূলে বয়ে গেছে “আল্লাহর ইচ্ছা ও অভিবাক্তি”। মানুষ তার লেখক মাত্র। যে কোন জাতিকেই শিক্ষা নিতে হলে, তার ইতিহাস হতেই চরম শিক্ষা নেওয়া উচিত। কেনন্‌ সকল ইতিহাসই আল্লাহ্‌র সৃষ্টি, মানুষ তার লেখক ও নিমিত্ত মাত্র। ৭ : ৩১, ১৩:১১, ১৭:২৭, ২৯, ৫৩: Dd! পাপ ও পুণ্যের লীলা দেখ সব ঘেরি সবেরে সময় দিয়ে কর কিছু দেরি। মানুষের বুদ্ধিবল দেখ বিবেচনা তার পরে দাও তুমি আপনার চেনা। পাপ ও পুণ্যের লীলা দেখে সব ঘেরি বাজাতে শেষের ঘণ্টা নাহি কর দেরি।



Leave a Comment