গ্রামবাংলা : ইতিহাস, সমাজ ও অর্থনীতি | Grambangla : itihas, Samaj O Orthoniti

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৬ গ্রামবাংলা ঃ ইতিহাস, সমাজ ও অর্থনীতি সর্বপ্রথম আমরা ব্রিটিশ শাসনের গোড়ার দিকে জমিদারের স্থানীয় প্রভাব, যা ছিল দেশ ও জনসাধারণের উপরে তার নিয়স্ত্রণের ভিত্তি, সেই প্রতিপত্তির ক্রমান্বয়ে পতনের ইতিহাস অনুধাবন করব। ১৭৭০ সালে দিনাজপুর জেলার প্রথম তত্ত্বাবধায়ক, জি. ভ্যানসিটার্ট, এই অঞ্চলে প্রত্যক্ষ শাসন শুরু করেন এবং আবিষ্কার করেন যে জমিদারের স্থানীয় পরিচারকদের (চৌধুরি), তার জমিদারির যাবতীয় প্রত্যক্ষণীয় সম্পত্তি হ্রাসের গোপন চক্রান্তের যন্ত্র বানানো হয়েছে। ভ্যানসিটার্ট তাই “পরগণার কর্মকর্তাদের অপব্যবহারের একবারে HOTS অবসান ঘটানোর একমাত্র উপায় হিসাবে একটি নির্দিষ্ট কালব্যাপী ইজারদারি রীতি*২ গ্রহণের সপক্ষে যুক্তি দেখান। পরের বছর দ্বিতীয় তত্ত্বাবধায়ক, এইচ. কট্রেলও বিবৃতি দেন 3 'আমি চাই .... আপনাদের দেখাতে যে তার (জমিদারের) অত্যধিক প্রভাব রয়েছে এবং তার বিরুদ্ধে শত চেষ্টা সত্তেও তা বজায় থাকবে, যতক্ষণ তার কর্মচারীরা রাজস্ব আদায় চালিয়ে যাবে .... (সে) ব্যক্তিগত সুবিধার জন্য তার কর্মচারীদের জুয়াচুরি এমনভাবে গোপন করতে পারে যে তা আবিষ্কার করা প্রায় অসম্ভব।”* এইজন্যই VAM থেকে রাজস্বের পরিমাণ সর্বাধিক করার পথে জমিদার-এর স্থানীয় প্রভাব বিরাট বাধা বলে বিবেচিত হল | অতএব মুর্শিদাবাদে রাজস্ব পরিষদ সর্বসম্মতিক্রমে সরকারি ইজারাদারি ব্যবস্থার প্রবর্তন ও জমিদারি প্রতিষ্ঠানের বাহুল্য হ্রাসের ব্যাপারে একমত Bq |? ভ্যানসিটার্ট খরচ কমানোর কাজ শুরু করলেন। তিনি জমিদারের কেন্দ্রীয় কর্মচারীদের খরচ ২১,৮১৮ টাকা থেকে কমিয়ে করলেন ১৮,৫২৯ টাকা এবং ছহানীয় কর্মচারীদের খরচ ৫১,৭৮৫ টাকা থেকে কমিয়ে ৩২,৭৩৮ টাকা! যেসব কৃষি কর্মচারীদের রাজস্বমুক্ত ভূমি (চাকরান জমি) দেওয়া হয়েছিল তাদের সংখ্যা ও জমির পরিমাণ তিনি কমিয়ে দিলেন নিম্নলিখিত হারে ঃ সারণিঃ ১ জি. ভ্যানসিটার্টের সুপারিশকৃত কৃষিকর্মীদের সংখ্যা হ্রাসের একটি তালিকা জমিদারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের অধিকারে কর্মীসংখ্যা হ্রাসের পূর্বে রাখা চলবে ব্যক্তি বিঘা ব্যক্তি বিঘা ডাক ও Aaa ৬৭৪৩ ১১৫৪৮৫ ৩২০০ ৮০০০০ বরকন্দাজ ও fea" ৫৫১ ১৪৭১০ ৪০০ ১২০০০ সওয়ার (ঘোড়সওয়ার) ২৬৬ ২৬৪৭৮ ২০ ২০০০ ৭৫৬০ ১৫৬৬৭৩ ৩৬২০ ৯৪০০০ উৎস? সি সি আর এম-পি, os ডিসেম্বর ১৭৭০! এছাড়াও তিনি বার্ষিক ২০,০০০ টাকায় ৭৭ জন সওয়ার এবং ৪৬৪ জন বরকন্দাজ সম্বলিত জমিদারের মূল সৈন্যবাহিনীকে বার্ষিক ১০০০ টাকায় ১০ জন সওয়ার ও ২২২ জন বরকন্দাজ কমিয়ে দেওয়ার প্রস্তাবও করেন। যাইহোক, তিনি খাজনা আদায়ের কাজে সরাসরিভাবে নিযুক্ত SY অধীনস্থ কর্মী যারা কর্মচারী বলে অভিহিত হতেন এবং খাজনা- মুক্ত জমি (চাকরান জমি) অধিকার করতেন তাদের সংখ্যা হ্রাস করা ঠিক বোধ করেননি |” কিন্তু এ-ও মনে হয় যে তিনি এই কর্মীসংকোচের পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত



Leave a Comment