যমুনোত্তরী হতে গঙ্গোত্তরী ও গোমুখ [সংস্করণ-১] | Jamunottari Hote Gangottari O Gomukh [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১০ যমুনোত্তরী হতে গঙ্গোত্তরী ও গোমুখ নারীর সঙ্গে আমার দেখা হয়েছিল কিন|। এখানে oe, রক্ষ, fea, নানা ভূমির নরনারী রাত্রে বিচরণ করে, যদি বাগে পায় তো নিরুদ্দেশের পথে যাত্রা করিয়ে ছাড়বে। আমি বললাম, আচ্ছা জি, যদি নারী না হয়ে নর-শরীর হয় তাহলে কি হবে? তা হলে মন্দের ভালো, কারণ নর শরীর ধারী কেউ নর শরীরের উপর পীড়ন করে না। আর স্বজাতি ভেবে তারা! কখনও অনিষ্ট করে না। যাই হোক কেউ আমাকে কাবু করতে পারে নি কারণ আমার গুরু বল ছিল,--গুরু আমার সহায় থাকতে কোন প্রকারে আমায় অধিকার করতে পারেনি যদিও আমার সঙ্গে এক অপ্সরার দেখা হয়েছিল। ASHI শুনবার পর GaGa বিশ্বাস করলে সত্যই আমার সঙ্গে এক GRIT দেখা হয়েছিল। আরও বিশ্বাস করলে সত্যই আমার গুরুবল আছে যে কারণে আমি কঠিন বিপদ থেকেও উদ্ধার পেতে পারি, যেহেতু গুরু আমার সঙ্গেই আছেন, থাকেন, বরাবর,-_-যেখানে আমি যাই । ae গেঁউলা--উজরী--খরশালী--৪২ মাইল পরদিন আমরা ভোরের সময় যাত্রা করলাম Hace যমুনার দিকে । কতক পথ গিয়ে সামনে সামান্য চড়াই পেলাম প্রথমে,__তারপর সোজা পথ। wey এক পাইন বনের মধ্য দিয়ে পথ। মনের আনন্দেই চলেছি। প্রায় সাড়ে ছয় মাইল অভিক্রম করবার পর একটি ছোট ঝরনার ধারে বসে কিছু জলযোগ করে নেওয়া হলো, তখন বোধ হয় এগারোটা হবে। সামনের BHA পর্ববত্তমালা দেখতে দেখতে তারপর পথ চলা শুরু হল আবার। এই ভাবে নয় মাইলের মাথায় বরমণ্লোয় পৌছে গেলাম। এর অপর নাম CASA । বেলা ছু'টা নাগাদ আমরা পৌঁছে স্মানাহার সেরে faatay 'গ্রামথানি ছোট কিন্তু বেশ ঘন বসতি i দোকানদার এক বানিয়ার আশ্রয়ে কোন প্রকারে সেই রাত্রি যাপন করে পরদিন গাংনানির পথে যমুনার উদ্দেশ্যে যাত্রা করলাম। আজ কঠিন চড়াই-উৎ্রাই নিয়ে প্রায় যোলো . মাইলের মাথায় পড়াও। চড়াইটি বড় ভয়ঙ্কর লেগেছিল । চড়াইও যত উৎরাইও ঠিক ততই। এই চড়াই আর Teas মিলিয়ে প্রায় আটটি ঘণ্টা হাটতে হোলো। Gay উঠবার বেল! কয়েকবার কিছুক্ষণ বিশ্রাম করতে অথবা দম নিতে হয়েছিল। এই ভাবে শেষ দশ মাইল পথ আজ হেঁটে-- প্রায় পাঁচটা নাগাদ গাংনানিতে যমুনার তীরে পৌছলাম। এতটা তপস্তার পর তবে যমুনার দশন পাওয়া CHAI প্রাণে যে আনন্দ নিয়ে যমুনা দর্শন করলাম ত) বলবার ভাষা নেই,-_সেই কঠিন পথশ্রমের কথা আর মনেও রইলো না।.



Leave a Comment