স্বামী অখণ্ডানন্দ [সংস্করণ-১] | Swami Akhandananda [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৬ স্বামী অখণ্ডানন্দ বক্িত। রাত ১১টা-১২টা বাজিয়] গেলে তাহারা বাড়ী ফিরিয়া যাইতে পারিবে না বুঝিয়া, গঙ্গাধর কখন বা ছুই হাতে দুইজনকে ধরিয়| মানিকতলা রোড দিয়া বাড়ী পৌছাইয়া দিত। সাধুসঙ্গ যেমন মাহুষকে দেবতা করে, FAR তেমনই তাহাকে AS করে । বালককে তাহার VAM তাহাদের সঙ্গে পুরাপুরি যোগ দিতে বলিত, কিন্তু এক মুহূর্তের জন্যও গঙ্গাধরের মনে কোন দুর্বলতা আসে নাই। পাথর যেমন হাজার বছর জলে থাকিলেও জল তাহার ভিতরে প্রবেশ করে না, তেমনি প্রকৃত ভক্ত কুসঙ্গে পড়িয়াও তাহা দ্বারা প্রভাবিত হয় না। বাল্যাবধি বালকের আর একটি ঝোঁক ছিল-_ কোথাও কোন সাধু আসিয়াছেন শগুনিলে তাহাকে দর্শন করিবার Gy কখন একাকী, কখনও ছুই-একটি বন্ধুর সঙ্গে ছুটিয়া যাইত । গঙ্গাধর কথকতা শুনিতেও ভাল- Ths | কথক-ঠাকুরদের মুখে প্রকৃতির লীলাক্ষেত্র প্রাচীন মুনিখষিদের আশ্রম ও তপোবনের মনোমুগ্ধকর shi ofa সে সেই সকল মহাপৰিত্র স্থানে বাস করিবার জন্য আগ্রহান্বিত হইত। কলিকাতায় আগত সাধু সম্্যাসিগণের নিকট Skt যাইবার পথঘাট Gti লইত। তাহার মনে হইত, কবে আমি কাশী-প্রয়াগ-বৃন্দাবন-হরিদ্বারে যাইব, কবে হিমালর কৈলাস প্রভৃতি দর্শন sian ধষ্ঠ হইব। নিষ্ঠাবান ব্রাহ্মণ Ary ঘটক যথাসময়ে পুত্রের উপনয়ন-সংস্কার সম্পন্ন করিলেন । বালক যথার্থ দ্বিজত্ব লাভ করিল; তাঁহার হাবভাব ও চালচলনের আমুল পরিবর্তন হইয়া! গেল। দিনে চারবার গল্গা্নান, প্রত্যহ একবার মাত্র স্বপাক হবিষ্যান্ন-গ্রহণ, sect শয়ন, মুখগুদ্ধিরপে হরীতকী- ভক্ষণ প্রভৃতি নৈঠিক ব্র্মচারীর কঠোর নিয়ম পালনপূর্বঙ্ক বালক যেন নিজেকে ভবিষ্যৎ জীবনের Ga প্রস্তুত করিতে লাগিল, এ-সকল বিষয়ে তাহার LAF অবিচলিত নিষ্ঠা ছিল যে, একদিনের জন্য কোন ব্রাহ্মণের বাড়ীতে নারায়ণের প্রসাদও কেহ তাহাকে খথাওয়াইতে পারে নাই। feral গায়ত্রীজপ ও প্রাণায়ামের ফলস্বরূপ তাহার সাত্বিকবিকার-স্বেদ st প্রভৃতি হইত। গঙ্গায় ডুব দিয়া নীচে ছু-একটি পাথর ধরিয়া বালক অনেকক্ষণ কুক করিতে পারিত। শিবের প্রতি গঙ্গাধরের আবাল্য বিশেষ অহ্রাগ। গঙ্গামৃত্তিকার শিব গড়িয়া প্রত্যহ নিষ্ঠার সহিত বিশ্বপত্র ও গঙ্গাজলে বালক Patel করিত।



Leave a Comment