সুখ দুঃখের ছবি | Sukh Duhkher Chabi

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ইয়াং আর হ্যাগুসাম--যেন we পাস-টাস aca বিয়ের পিড়িতে বসেছেন স্নানঘরের দরজায় দাড়িয়ে কথাটা শুনল দিব্যেন্দু। আস্তে করে দরজা বন্ধ করল। মুখে জল দেবার আগে আয়নায় নিজের মুখটাকে দেখল। নতুন করে কিছুই দেখার ছিল ন৷ তবু আয়নার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল সে । নিজের ঘরে এসে জানালার সামনে দাড়াল। পাশের ফ্ল্যাট থেকে গোলাম আলীর গজলের স্থর ভেসে আসছিল। গানের বাণীটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না। বন্ধ দরজার ফাক গলে শুধু চেনা Fav থেকে থেকে ভেসে আসছে। রুমা চায়ের পেয়ালা নিয়ে এল । দিব্যেন্দু কিছু বলবার আগেই বলে উঠল, “ওরা খুব গান ভালবাসে । অনেক রেকর্ড আর ক্যাসেট। মহিলাও গান-টান গান ।” চায়ের পেয়ালায় চুমুক দিয়ে দিব্যেন্দু হালকা গলায় বলল, “তোমায় শোনাল বুঝি 9’ রুমা নাক ফুলিয়ে বাগের ভঙ্গি করে বলল, “এসেই আমাকে গান শোনাবার দায় পড়েছে বুঝি। তানপুরা আর হারমোনিয়ম দেখে জিজ্ঞেস করেছিলাম। তখনই স্তনলাম উনি গান করেন । চা শেষ করে পেয়ালাটা সামনে ঠেলে দিয়ে দিব্যেন্দু সিগারেট ধরাতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার বেল বেজে Var) এ-বাড়িতে আসার পর দিব্যেন্দু নিজে ছাড়া আর কেউ কখনও ওই বেল এখন পর্যন্ত ব্যবহার করেনি। রুমা এগিয়ে গিয়ে দরজা খুলছিল। দিব্যেন্দু সিগারেট ঠোঁটে নিয়ে না ধরিয়ে দরজার দিকে তাকিয়ে রইল ৷ দরজা খুলেই রুমা অভ্যর্থনা করার ভঙ্গিতে ডাকল, ‘ary, apg, উনি এইমাত্র এলেন ।” দিব্যেন্দু মুখ থেকে সিগারেট নামিয়ে দেখল রুমা খুব একটা বাড়িয়ে বলেনি। দেখলে তিরিশ-বত্রিশ মনে হতে পারে এমনই চেহারা ভদ্রলোকের। সাদা প্যান্টের ওপর পাতলা খন্দরের ১৬



Leave a Comment