কিশোর কল্পবিজ্ঞান সমগ্র | Kishore Kalpabijnan Samagra

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নেই। এখন সূর্যের দিকেও তাকানো যায়। কত লক্ষ কোটি-কোটি মাইল দূরে সূর্য, তাও তো মানুষ দেখতে পায়। সুজয় আকাশের দিকে তাকিয়ে আছে, এমনসময় এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল তার মাথার ওপর দিয়ে। সুজয় গুনতে লাগল এক, দুই, তিন, মোটমাট TTT) এর মধ্যে সাতটা টিয়া এক সঙ্গে ঝাক বেঁধে যাচ্ছে আর একটা টিয়া একটু পেছনে পড়ে টি-টি-টি করে ডাকছে। সুজয়ের বেশ মজা লাগলো। এ ক'দিন সে তো একটাও টিয়া পাখি দেখেনি এখানে। আজ সকালেই সে কিনা ঘড়িটাকে টিয়া পাখি করে দিতে চাইছিল, অমনি কোথা থেকে এল এক ঝাঁক টিয়া। এরকম অনেক মজার-মজার ব্যাপার VA তুমি মনে-মনে যা ভাবছ, হঠাৎ সেটা চোখের সামনে দেখা যায়। তুমি মনে-মনে একটা গানের লাইন ভাবছ, হঠাৎ সেই গানটাই তখন রেডিওতে শোনো যায়। হয় না এরকম? সুজয়ের মনে হল, আচ্ছা, পেছনে যে টিয়াটা একলা যাচ্ছে সেইটাই তাদের ঘড়িটা নয় তো। ম্যাজিকটা একটু দেরিতে বোধহয় কাজ হয়েছে। এই কথা ভেবেই সুজয় এমন উত্তেজিত হয়ে গেল যে, সে ছুটে দেখতে গেল টেবিলের ওপর তাদের ঘড়িটা এখনও আছে কিনা। বাগানের দিকের জানলা দিয়েই উঁকি মারলো ঘরে। সুজয় কি দেখল? কি আবার দেখবে, ঘড়িটা ঠিক টেবিলের ওপর টিকটিক করছে। ঘড়ি আবার টিয়া পাখি হয় নাকি? সুজয়েরই শুধু এরকম অদ্ভুত কথা মনে হয়। ওইসব কথা ভেবে ভেবে সে মনে-মনে খেলা করতে ভালোবাসে। সুজয় মাঝে-মাঝেই চোখে নানা রকম ভুল দেখে! কিন্তু চোখে ভুল দেখা তো দোষের কিছু নয়। সবাই চোখে ভুল HCA আমরা যখন কাচের গেলাসে এক গেলাস বেশ ATE জল খেয়ে ফেলি, তখন কি আমরা বুঝতে পারি যে ওই জলের মধ্যে কত অসংখ্য বীজাণু কিলবিল করছে? স্বাস্থ্য বইতে কিন্তু লেখা আছে, সত্যি ওইরকম থাকে। জানলা দিয়ে এক ফালি রোদ্দুর এসে পড়লে আমরা! দেখতে পাই, সেই রোদ্দুরের মধ্যে কত কি ছোট-ছোট জিনিস উড়ছে। ঘরের অন্য কোনও জায়গায় সেরকম S| আসলে কিন্তু সব জায়গার হাওয়াতেই ওইরকম রয়েছে-_আমরা দেখতে পাই না. রাস্তায় অনেকখানি রোদ্দুর থাকলেও তার মধ্যে দেখতে পাই না। এই সব কথা ভাবতে-ভাবতে সুজয় বাগানে ঘুরছিল, হঠাৎ দেখল, বাগানের গেটের কাছে দুজন লোক দাঁড়িয়ে আছে; গেট তালাবন্ধ। নিশ্চয়ই মামাবাবৃকে ওরা ডাকতে এনসম্--.এই ভেবে সৃজয় গেটের দিকে এগিয়ে গেল। লোক দুটির কাছে এসে সুজয় এমন চমকে গেল যে, তার বুকের মধ্যে দুপদুপ শব্দ হতে লাগলো। চমকাবে না? গেটের ওপাশে দাঁড়িয়ে আছে কাল রাষ্তিরের CS ঠেকাগাড়ির লোক দুটো। সেই লম্বা গাড়োয়ান আর তার WH গাড়িটা কিন্তু GB! এত সকালে ওরা এখানে কি করছে? : সুজয় কিন্তু ভয় পায়নি। দিনের আলোয় দুজন লোককে দেখে তয় পাবে কেন? ১৬ কিশোর কল্পবিজ্ঞান সমগ্র



Leave a Comment