ভারত সন্ধানে [সংস্করণ-১] | Bharat Sandhane [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রথম পরিচ্ছেদ আমেদনগর দুর্গ ১: কুড়ি মাস আমেদনগর দুর্গ : ১৩ই এপ্রিল : ১৯৪৪ | এখানে আমাদের আনা হয়েছে আজ কুড়ি মাসের উপর হল | এবারকার এই কুড়ি মাস নিয়ে আমার নয় দফা কারাবাস | এখানে যেদিন এসে পৌঁছাই সেদিন. ছিল প্রতিপদের রাত | অন্ধকার আকাশে কেবল এক ফালি চাঁদ ছিল আমাদের অভ্যর্থনা করে নিতে | শুক্লপক্ষ সেদিন সবে শুরু হয়েছে | এক একটা প্রতিপদের রাত আসে, আর আমায় যেন মনে করিয়ে দেয়-_আমার মেয়াদ থেকে একটি মাস বাদ পড়ল | গতবারের কারাবাসও ঠিক এমনি এক প্রতিপদের রাত থেকেই শুরু হয়েছিল-_ঠিক দেওয়ালির পরের দিন | কারাবাসের চিরসঙ্গী আমার চাঁদ ; দিনে দিনে ওর সঙ্গে আমার সখ্য যেন নিবিড়তর হচ্ছে | চাঁদকে দেখে দেখে কত চিন্তাই না জাগে-_বহিঃপ্রকৃতির শোভা, প্রাণশক্তির বৃদ্ধি ও ক্ষয়, অন্ধকারের পর আলোক এবং মৃত্যুর পর অমৃতের আবিভরববি-_ইত্যাদি কত শত কথা মনে হয় | বিচিত্র প্রকাশ এই চাঁদের, তিথিতে তিথিতে কত তার পরিবর্তন, কত বিচিত্র রূপ, কত বিচিত্র ভাব | কখনও চাঁদকে দেখেছি সন্ধ্যার ছায়া যখন দীর্ঘ হতে দীর্ঘতর হতে থাকে, কখনও বা frie রাত্রের নীরব অন্ধকারে, কখনও বা অকণোদয়ের স্তব্ধ মুহূর্তে । ওই একই চাঁদ-_অথচ কলায় কলায় তার কত না হাস বৃদ্ধি | চাঁদ দেখে অনেক সময় সঠিক বলে দেওয়া যায় এটা কোন দিন বা কি মান ৷ খেতের চাষীর কাছে চাঁদ যেন বেশ একটা সহজ দিনপঞ্জী-_দিনের প্ররাহ ও খতুচক্রের আবর্তন নির্দেশ করতে চাঁদ অদ্বিতীয় | বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এখানে আমাদের প্রথম তিনটা মাস কেটে গেল | NAB যোগ ছিল না--_দেখাসাক্ষাৎ নেই, নেই খবরের কাগজ, নেই রেডিও | আমরা যে আমেদনগর দুর্গে বন্দী আছি--সে-খবরটা পর্যন্ত কর্তৃপক্ষ না কি গোপন রেখেছিলেন | খবরটা অবশ্য নামেই গোপন ছিল, আসলে সারা দেশের লোকই জানত আমরা কোথায় আছি | BU ক্রমে খবরের কাগজ দেবার হুকুম হল, কয়েক সপ্তাহ পরে নিছক ঘরোয়া খবরসমেত নিকট আত্মীয়দের কাছ থেকে চিঠিও পেতে আরম্ভ করলাম | কিন্তু ওই পর্যন্ত ৷ এই কুড়িটা মাস বাইরের লোকের মুখ দেখার জো ছিল না । খবরের কাগজ আসত সেন্সর-এর মারফত, নানারূপ কাটছাঁটের পরে | তবু ওই খবরের কাগজ থেকে যা একটু আভাস পেতাম যুদ্ধের আগুন কি দ্রুতগতিতে গোটা পৃথিবীটাকে ছারখার করতে লেগেছে | দেশের লোকের অবস্থা সম্বন্ধেও কিছু কিছু জানা যেত । সে খুবই যৎসামান্য জানা | খবর পেতাম যে হাজার হাজার দেশবাসীকে বিনা বিচারে কয়েদ কিংবা BINT করে রাখা হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী স্কুল ও কলেজ থেকে বিতাড়িত হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে মারা হয়েছে । খবর পেতাম যে-বিধানে দেশের শাসন



Leave a Comment