সাধককবি রামপ্রসাদ [সংস্করণ-১] | Sadhakkabi Ramprasad [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভাবছে। কিন্তু জমিদার ছুর্গাচরণ মিত্র মশায় হিসেবের খাতা- খানাকে ভাল তাবে পর করতে গিয়ে নিজেই যেন বিস্মিত হয়ে বাচ্ছেন। বিস্মিত হয়ে ভাবেন যে এমন মাতৃভক্ত যে মায়ে নামে আত্মহারা-__তাকে যদি তারই অধীনস্থ কর্মচারীরা রামপ্রসাদকে পাগল বলে ভাবে, Sige কিন্তু তিনি কথনো রামপ্রলাদকে পাগল বলে ভাবতে পারেন না। তাই মিত্র মশায় আবার নুতন করে ভাববার চেষ্টা করেন -_মাতৃভক্ত রামপ্রসাদ যদি পাগল হয়, তবে এই ভবের হাটে কে না পাগল !--বিশ্বজননীর এই মায়ার সংসারে সকলেই ত কিছু না কিছুর জন্য পাগল হয়ে রয়েছে s— কেউ বা সংসার, অর্থ, কাম, যশের জন্য পাগল হয়ে রয়েছে। আবার কেউ জগং সংসারে অর্থ-কাম যশকে পরিত্যাগ করে জগন্মাতার চরণ প|বার আশায় পাগল হয়ে রয়েছে। লীলাময়ী মহামায়ার TT খেলার কথা ভাবতে গিয়ে আর ভাবতে পারেন না। আর যতই ভাববার চেষ্টা করেন ততই যেন তার মন উদ্বেলিত হয়ে ওঠে | আর এই ভাবনা চিন্তাকে ছাপিয়ে ওঠে তাঁরই মনের মধ্যে 'আমি নিমকহারাম নই, শঙ্করী' বলে ।--আহা! কি zWar ঝন্কার__ কি ভাষার লালিত্া আর কিবা অন্তরের আকুতি জানাচ্ছে রামপ্রলাদ জগনম্মাতার চরণ তলে | “আমায় দাও মা তবি্লিদারী | আমি নিমকহারাম নই, শঙ্করী Vv আর ভাবতে পারেন না জমিদার ছুর্গাচরণ মিত্র মশায় !-_-তা' ছাড় যতবার তিনি Yor করে ভাববার চেষ্টা করেন ততবারই যেদ তার এই ভাবনা ব্যাহুত করে দিয়ে; তারই চোখের সামনে ফুটে ওঠে হিসেবের খাতায় লেখা রামপ্রসাদের সেই মাতৃনাম গানটি-- “আমায় দাও মা তবিলদারী ৷” কি আকুতি! কি অধ্যক্ত cary যেন ঝরে পড়ছে “আমি নিমকহারাম নই, শঙ্করী” আহা সত্যিই তাই! যদি সত্যি না হতে! তাহলে রামপ্রসাদ এমন করে Sa মায়ের নামগান 4



Leave a Comment