এত রক্ত কেন | Eto Rakta Keno

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হ্যাঁ, তাই তো লিখেছে!” “ইম্পসিব্ল। তুমি ওখানে যাচ্ছ না!” “কেন? “ওই এলাকায় কোনও বাঙালি পা রাখতে সাহস পায় না এ কথা খবরের কাগজে পড়নি? এই যে বাসুদেব, তুমি নিশ্চয়ই বলবে না ব্যাপারটা জান না!” পি বি উত্তেজিত। “ওই কথাই বলছিলাম। বাংলায় কথা বলতে পারবে না।” বাসুদেব বলল। “শুধু কথা বলতে? কিছুই পারবে না। ওটা উপজাতি এলাকা। গিয়ে শুনবে সবাই সি পি এমের সমর্থক কিন্তু ওদের আশি ভাগই উশগ্রপদ্থীদের সমর্থন করে। এখন ওদের ধারণা হয়েছে বাঙালিরাই প্রধান শত্রু। তুমি সেই শত্রুপুরীতে কদিন থাকতে পারবে?” বাসুদেব বলল, 'আমার একটা বিনীত জিজ্ঞাসা আছে।' পি বি চোখ ঘোরালেন, 'চালাকি করো at’ শাশুড়ি ধমকে উঠলেন, 'জামাইয়ের সঙ্গে এ কী ধরনের কথা! তুমি কিছু মনে করো না বাবা!” ভদ্রমহিলা সত্যি লঙ্জিত হলেন। "চালাকি নয়। আজ অবধি আপনি ত্রিপুরা পুলিশের সর্বময় কর্তাদের একজন ছিলেন। একই রাজ্যের পার্বত্য অঞ্চলে ভারতবর্ষের নাগরিক হয়েও বাঙালি থাকতে পারবে না জেনে কোনও ব্যবস্থা নেননি কেন? কেন ওদের বাড়তে দিয়েছিলেন?” “নেওয়া হয়নি তোমাকে কে বলল? GT তো তোমার রিপোর্টে শুধু আমাদের সমালোচনা করে যাচ্ছ। ওরা যতক্ষণ আ্যাকশনে না নামছে ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। আ্যাকশনে নামলেই ব্যাপক ধরপাকড় করা হয়। ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে সেই নৃপেন চক্রবর্তীর আমল থেকেই। এ কথা তুমি জান না?” পি বি চেয়ারে বসলেন। শাশুড়ি মাথা নাড়লেন, “A খোকা, তুই চাকরি ছেড়ে দে। যেতে হবে না COMA’ সৌমিত্র হাসল, 'চাকরি ছেড়ে দিলে বাঁচব কী করে?” পি বি তাকালেন, 'আমার সামনে কথাটা বলতে তোমার লজ্জা করল না ? তা ছাড়া চাকরি না করলে যদি রোজগার AH হয় তা হলে ডাক্তারি পড়েছিলে কেন? প্র্যাকটিশ করো। আমি তোমার চেম্বারের ব্যবস্থা করে দিচ্ছি।' সৌমিত্র বলল, 'আমার মনে হচ্ছে তোমরা ব্যাপারটা নিয়ে বেশি ভাবছ। আমি একজন ডাক্তার। ওখানকার মানুষ গরিব। চিঠিতে হাসপাতাল লেখেনি, হেলথ সেন্টার লিখেছে। তার মানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে আছে এলাকাটা। অতএব আমাকে ওদের প্রয়োজন হবেই। একজন ডাক্তারের ক্ষতি করা মানে নিজেদের সর্বনাশ করা এটা নিশ্চয়ই ওরা বোঝে। তা ছাড়া আমি তো চেয়েছিলাম মানুষের জন্যে কাজ FATS এখানকার হাসপাতালের সিনিয়ররা! যে পথে চলতে বলেন আমাকে সেই পথে চলতে হয়। ওখানে আমি স্বাধীনতা পাব। কী বল বাসুদেব? বাসুদেব মাথা নাড়ল, 'আমি একমত। ডাক্তার হিসেবে কাজ করতে হলে গ্রামে ১৮



Leave a Comment