সন্তান-শিক্ষা | Santan-Shiksha

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভমিকা। aq Die আমাদিগের দেশের বালক বালিকাগণ আপন আপন গৃহে উপযুক্তরূ্প শিক্ষা পায় না। ae তাহারা বিদ্যালয়ে যে শিক্ষা পায়, Stel চরিত্রশঠন, শারীরিক স্বাস্থযবিধান ও অন্যান্য গাহস্থা sit মম্বন্ধে যথেষ্ট বলিয়৷ মনে করি না। আপন আপন সম্তানগণকে প্রকৃত মানুষ করিতে হইলে, গৃহে তাহা-' দের উপযুক্ত শিক্ষ বিধান করা৷ কর্তব্য। ইউরোপীয় বালক বালিকাগণের অধিকাংশেরই: এ বিষয়ের সুন্দর ব্যবস্থা আছে, তাই তাহাদের অধিকাংশই প্রকৃত মানুষ av! আর অপর দিকে, আমাদিগের দেশের শিক্ষায় বিপরীত ফল ফলে। বঙ্গ দেশের বালক বালিকাগণের গৃহ-শিক্ষার উপযোগী কোন Seg? az আছে কি না, জানি না। সম্ভবত নাই বলিয়া ধারণ! হওয়ায়, আমি সেই অভাব পুরণার্থ এই ক্ষুদ্র গ্রন্থখানি লিখিলাম। গ্রন্থকার বপিয়৷ পরিচয় দিবার বা পুস্তক বিক্রয় করিয়া অর্থ লাভের আশায় এ Sieh প্রবৃত্ত হই নাই। কেবল মনের প্রবল ইচ্ছায় এই কার্য্যে ব্রতী হইয়াছি। ইহার মধ্যে ভাষা ও ভাব বিষয়ক বহু ভ্রম লক্ষিত aca, তাহা জানিয়াও, সম্ভান-শিক্ষা' জনসমাজে প্রকাশ করিতে সাহন করিলাম। পাঠকগণ নিঙ্গগুণে ক্ষমা করিবেন। আমার এই চেষ্টা দ্বারা যদি দেশের কথঞ্চিৎ পরিমাণেও উপকার ইয়, তাহা হইলেই আপনাকে xe মনে করিব। নিবেদন ইতি-- প্রীরামলাল সরকার।



Leave a Comment