বিচিত্ররূপিণী | Bichitrarupini

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
qvidal পড়িয়াছে। স্থানটার একটা তীব্র .বিকট গন্ধে বুকের ভিতরটা কেমন মোচড় Na উঠে । দগ্ধ নরদেহের গন্ধ। এইটিই শ্মশান-ঘাট। চাটুজ্জে উপর হইতে এই পথে নামিল। খানিকটা আসিয়াই গঙ্গার কোলে এক টুকরা সমতল জায়গা পাওয়া যায়। একদিকে aes বীশ জড়ো seal আছে; পাশেই তালপাতার চাটাই ও কতকগুলা খাটিয়ার বোঝা। এখানে-ওখানে ছুই চারিটা নর-কপ।ল পড়িয়। আছে, হাড়ের টুকরায় মাটির বুক আচ্ছ্ন্ন। একটু অগ্রসর হইয়া চাটুজ্জে একখানি জীর্ণ টিনের চালায় আমিয়া উঠিল। চালাটার উত্তর দিকে রাজ্যের ছেঁড়া বিছানা গাদ। হইয়া আছে। মধ্যে প্রকাণ্ড একটা ধুনি। ধুনিটার কোল থে যিয়| একটা খাটিয়ায় বিছানা পাত, চালাটার কড়িকাঠ হইতে ঝুলানো! লম্বা তারে dial একটা হ্যারিকেন মিট মিট করিয়া] জ্বলিতেছিল । পশ্চিমে বাশে- চাটাইয়ে তৈয়ারী একখান] ছোট ঘর। নিচে গঙ্গার ঢালু বালুচরেের উপর কয়টা শিখাহীন জ্বলন্ত setae নিশীথ-অন্ধকারের বুকে as as করিয়া জ্বলিতেছে। মানুষের দেহ নিশেষে আহার করিয়াও আগুনের যেন তৃপ্তি হয় নাই--এখনও সে হা-হ। ক্রিতেছে। একটা নূতন চিতায় আগুন দেওয়া হইয়াছে | অগ্টিশিখা সবে আশেপাশে উকি মারিতেছে। সেই শিখার প্রভায় দেখা যাইতেছিল, রাশি রাশি ধুম পাক খাইয়া-খাইয়া উপরে উঠিতেছে, নিচে নামিতেছে । চিতার বুকে অনাবৃত একটি শিশুদেহ, বুকে তাহার একখানি কাঠ চাপাইয়| দেওয়া হইয়াছে। শবটির মুখ পরিষ্কার দেখা যাইতেছিল-_দশ-এগারো বছরের কচি মেয়ে । ছোট ছোট চুলগুলি afta পড়িয়াছে-_কতক তাহার পুড়িয়াছে--কতক এখনও পোড়ে নাই। শবের পায়ের দিকে একটা মানুষ একটা বাশের উপর ভর দিয় গঙ্গার দিকে চাহিয়া weiss ছিল। পুরা জোয়ান, নিকষকালে। বণ, মাথায় দীর্ঘ বাবরী-চুল অগ্নিতপ্ত বায়ুতাড়নায় 9g মৃদু ছলিতেছে। . সে শ্মশান-প্রহরী চপ্ডাল | চালার উপরে ঘীড়াইয়া চাটুজ্জে ডাকিল--পৈরু | মুখ ফিরাইয়া সাগ্রহে পৈরু বলিল-_ঠাকুর মহারাজ, আসেন আসেন। কবে আসলেন দেশে_1 --এই বিকেল বেলা রে। «Stats, ভালো আছিস তো ? 59



Leave a Comment