আবৃত্তি শিক্ষার সহজ পাঠ [সংস্করণ-১] | Abriti Shikshar Sahaj Path [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১৬ আবৃত্তি শিক্ষার সহজ পাঠ বিকশিত হতে সাহায্য করলো। সেই সময়ে সুকান্ত ভট্টাচার্য তাৎক্ষণিক স্বরচিত কবিতা আবৃত্তি করে শ্রোতার মনে আগুন জ্বালিয়ে দিতেন। যাটের দশকে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তুষার রায়রা স্বরচিত কবিতা পাঠের জন্য প্রতি বছর হাজির হতেন ময়দানের মুক্ত মেলায়। তুষার রায় সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন-_ “তুষার মুখে মুখে তাংক্ষণিক ছড়া বানিয়ে মুগ্ধ করত আমাদের। ময়দানের মুক্ত মেলায় এক পুলিশের প্রতি তুষারের সেই বিখ্যাত উক্তি-পুলিশ কবিকে দেখে টুপিটা তুই Beri!’ (দ্রঃ “দেশ” সংখ্যা ২০মে, ১৯৯৫) আবৃত্তি আজ একটি জনপ্রিয় শিল্প হিসেবে পরিগণিত প্রাচীন কবি থেকে আধুনিক কবিদের কবিতা আজ আবৃত্তিকারদের কাছে সবিশেষ সমাদর পাচ্ছে। রবীন্দ্রসদন, কলামন্দির, এ্যাকাডেমি, গিরিশমঞ্চের মতো মাধ্যম তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে সাংস্কৃতিক এঁতিহ্যকে সুদৃঢ় করে গড়ে তোলার জন্য। TSE আনন্দের কথা বিগত কয়েক বছর ধরে নূতন নূতন শিল্পী এইসব মাধ্যমগুলোতে প্রবেশাধিকার পাচ্ছেন। আবৃত্তির সংজ্ঞা ও মৌলিক গুণাবলী “কবিতা-_আবৃত্তি একটি চমৎকার শিক্ষা। বিভিন্ন ধরনের পদ্য ও গদ্যপাঠে নমনীয়তা ও অভিব্যক্তির ক্ষমতা বাড়ে। মন্ত্র ও ছন্দোবদ্ধ পদ ঝংকার উচ্চারণের স্পষ্টতা, কাব্যছন্দের বিভিন্ন কৌশল, জ্ঞান ও বোঝাপড়ার উন্নতি সাধন করে।” প্রেসঙ্গভ্রমে)--চারলস্‌ ডব্লিউ লোমেস আবৃত্তি সম্পর্কে বলতে গেলেই সেই শাস্ত্রবাক্যটি প্রথমেই, মনে পড়ে “আবৃক্তিঃ সর্বশাস্ত্রানাং বোধাদপি গরিয়সি।” প্রাচীনকালে ভারতীয় মুনি-খযিরা আবৃত্তিকে গুরুত্ব দিতেন। সে কালে ছাপাখানার প্রচলন না থাকায় মুদ্রিত পুস্তক পাওয়া যেত না। অতএব আবৃত্তিকেই ভাবতেন অধ্যয়নের শ্রেষ্ঠ উপায় ও বোধ সৃষ্টির প্রথম ধাপ। এজন্যই তারা সর্বশাস্ত্রের বোধের চেয়েও আবৃত্তিকে গৌরবজনক ভাবতেন। অতঃপর ছাপার হরফে কবিতার প্রকাশ ও প্রচারের যুগ এলো। এ রেওয়াজ চালু হওয়ার পর শুরু হলো চোখ দিয়ে দেখে আর মনে-মনে পাঠ না করে কণ্ঠস্বরের সাহায্যে কাব্যমাধূর্য ফুটিয়ে তোলার চেষ্টা। আর এই চেষ্টাই একসময় নিছক পাঠকে কোরে তুললো “আবৃত্তি আবৃত্তির সংজ্ঞা ঃ আবৃত্তি কাকে বলে? মূল রচনা চোখের সামনে রেখে দেখে দেখে বলাকেই বলা হয় পাঠ, আর কবিতাটিকে স্মৃতি থেকে উদ্ধার করে শ্বাসযতি বা ছন্দযতির আশ্রয়ে কণ্ঠের সাহায্যে অভিব্যক্ত করার নাম আবৃত্তি। যিনি আবৃত্তি করবেন, তাঁকে কবিতাটির সঙ্গে সম্পূর্ণ পরিচিত হয়ে, তা আত্মস্থ করেই বলতে হবে। তবেই



Leave a Comment