বিদেশী গল্প সংকলন | Bideshi Galpa Sankalan

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
“ভালো, তবে তুমি যদি মিথ্যে বলে থাকো *** 1" উত্তরে পিওতর ফিলিপোভিচ দু-হাতের তেলো টিং করে হাসলো; তার টুপির ভেতর থেকে সে একটা ম্যাপ বার করলো যার মধ্যে জার্মানদের পেট্রোল ও গোলাবারুদের গুদামগুলো ক্রুশ চিহ্ন দিয়ে চিহ্নিত করে আছে। “আর ম্যাপ তুমি আঁকবে না”, ইয়েডতিউকোভ কাগজের টুকরোটা পকেটে পুরতে পুরতে তাকে বললো, “আমি তোমায় ধরে মানা করছি। সব কিছু মাথার মধ্যে রাখবে - কিন্তু কোনো কাগজপত্রে নয়! তুমি নিজে আর এখানে আসবে না। তোমার মেয়েকে পাঠাবে |” গরশকোভ-এর খবর নির্ভুল বলে প্রমাণিত হলো। জার্মানদের গুদামগুলো একেব পর এক আকাশচুম্বী বিস্ফোরণে উড়ে গেলো। ফ্যাকাশে, গম্ভীর মুখখানা প্রায় প্রতি সন্ধ্যায় চুপিসাড়ে খাতের মধ্যে আসতে লাগলো প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খবর নিয়ে। একদিন সে তার অপ্রসন্ন নির্লিপ্ত স্বরে বললো ঃ “বাবা তোমাদের বলতে বলেছে ওরা ASA টমিগান (লঘুভার কামান বিশেষ) পেয়েছে আর বাবার কাছে গুদোমের চাবি আছে। তোমরাই প্রথম সেগুলো পাবে! আসছেকাল রাত্রে এসো, কিন্তু বাবা বলে দিয়েছে কোনো মতেই তোমরা কোনো রক্ষীর ওপর গুলি চালাবে না, শুধু মাত্র ছোরা ব্যবহার করনে ।” পিওতর ফিলিপোভিচ বেশ সাহসের সঙ্গে স্পর্ধাভরে কাজ চালিয়ে যাচ্ছিল । সে যেন জার্মানদের ঠাটা করছিল, যেন দেখাতে চাইছিল একজন রুশীয় হচ্ছে সত্য সত্যই কৌশলে গড়া একজন মানুষ, wee সীমাবদ্ধ জার্মান বুদ্ধির পক্ষে স্থির, উদ্দীপিত, তীক্ষধার রুশীয় বুদ্ধি, যে বেশির ভাগ সময়, নিজের সুপ্ত শক্তির পরিধিই জানে না, তার সঙ্গে পাঞ্জা লড়া সম্ভব নয়। তারা যে একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন লোককে খুঁজে পেয়েছে, যে আবার কুকুরের মতোই প্রভুভক্ত, সে সম্বন্ধে দুজন অফিসারই একেবারে দৃঢ়প্রত্যয়। তারা সদা সর্বদা আতঙ্কের মধ্যে বাস করতো। তাদের নাকের তলা দিয়ে সেনাবাহিনীর গুদামগুলো পুড়ে ছাই হয়ে গেলো আর ট্রেনগুলো ভেঙ্গে চুরমার হলো — বিশেষ করে আবার সেই ট্রেনগুলো, যেগুলো সেনাবাহিনী অথবা বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ মাল বয়ে নিয়ে আসছিল ; একটা নিদর্শন হিসাবে বলা যেতে পারে ওয়ার্স থেকে বগিভর্তি করে পাঠানো রাইফেল, টমিগান আর রিভলবারগুলোর বেশির ভাগই যে ইতিমধ্যেই উধাও হয়ে গেছে, আর বালিভর্তি করা সাবধানে বন্ধ করা বাক্সগুলো মেদভেদোভকা থেকে যে জাহাজে করে রণাঙ্গনে চলে গেছে এটা কখনোই তাদের মাথায় আসতো না। ‘aa এর বিদ্যুৎ ঝলকের চিহ্ন দেওয়া কলারওয়ালা অফিসারটি স্বপ্নেও ভাবতে পারেনি যে এক GaP রাত্রে তার বাড়ি আক্রান্ত হবার উদ্দেশা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা ম্যাপভরা তার 'ডেসপ্যাচ কেসটা' (সামরিক বিষয় সংক্রান্ত সরকারি কাগজপত্র রাখার বাক্স) কয়েক ঘণ্টার জন্য চুরি করা। সে নিজে অবশ্য রক্ষা পেয়ে গিয়েছিল, শুধুমাত্র আতঙ্ক ভোগ করা ছাড়া আরো গুরুতর ২০



Leave a Comment