দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ | Debata Anuragi Rabindranath

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তাঁদের ঘরে দান করাও হয় না। এই অসহনীয় অবস্থায় বোন বা মেয়ের জন্য পাত্র যোগাড় করা একদিকে কষ্টসাধ্য, অন্যদিকে অর্থদাধ্য হয়ে পড়ে। অনেক সময় গরীব পরিবারের ছেলেকে অর্থের প্রলোভন দেখিয়েও জামাতা করতে হয়েছে। শুকদেব রায়চৌধুরীর এক মেয়ের সঙ্গেই পিঠাভোগের জমিদার cater জগন্নাথ কুশারীর বিয়ে হয়। পতিত ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করার “অপরাধে” জগন্নাথের আত্মীয়-স্বজন তাঁকে ত্যাগ করেন এবং “পতিত” বলে ঘোষণা করেন । ফলে জগন্নাথকেও আত্মরক্ষার তাগিদে শ্বশুরালয়ে দক্ষিণ ডিহিতে চলে আসতে Bz | আমরা! আগেই দেখছি জগন্নাথের বংশধার! অন্নসারে ঠাকুর বংশের আত্মপ্রকাশ | দ্বারকানাথ ঠাকুর শিক্ষা-দীক্ষা ও অর্থে একজন নামী পুরুষ হিসেবে অভিনন্দিত হন সমকালীন সমাজে । তিনি ১৮৪২ খৃষ্টাব্দে প্রথমবার বিলেতে যান এবং বিলেত থেকে ফিরে আসার পর আত্মীয়-স্বজনের ধর্মবিশ্বাসে যাতে আঘাত না লাগে সেজন্য বৈঠকখান। বাড়িতে বসবাস করতে থাকেন । atte নিজে একজন প্রগতিশীল মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তাই বলে অপরের ধর্মমত বা! বিশ্বাসে আঘাত করতেও রাজী ছিলেন না। তার বিলাস ও বৈভবই তাকে “প্রিন্স” আখ্যায় ভূষিত করেছিল। প্রিন্সের জ্যেষ্ঠ পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথের মাতা স্বধর্ম-পালনে আপসহীন ছিলেন | মহর্ধির আত্মজীবনী থেকেই আমর জানতে পারি যে, প্রিন্স সাহেবদের সঙ্গে খানা-পিন] শুরু করায় দেবেন্দ্রনাথ-জননী দিগনম্বরী দেবী স্বামীর সঙ্গে সকল সম্বন্ধ ছিন্ন করেন এবং ব্রহ্মচর্য পালন করে স্বীয় জীবন দ্বিয়ে প্রতিবাদ জানান | দেবেন্দ্রনাথের বিয়ে হয় বারো বছর বয়সে সারদ। দেবীর সঙ্গে । সারদার বয়স তখন ছয় কি সাত। যেহেতু দেবেন্দ্রনাথ গীরালি ব্রাহ্মণ, সেইজন্য তাকেও দক্ষিণ ডিহির রায়চৌধুরী পরিবারের কন্ঠাকেই পত্নী হিসাবে গ্রহণ করতে হয়। দেবে্জ্দ্রেনাথের পিতা সাহেবী খানাপিনায় অভ্যস্ত হলেও পরিবারের অন্দর মহলে ছিল ৫



Leave a Comment