বাংলার সাধনা | Banglar Sadhana

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
[১৬] এইকথা মনে করেই AAS আর কিছু করি নি। ইতিমধ্যে বন্ধুজনের তাগিদ আসতে লাগল। দিল্লীতে যা মুখে বলেছি অস্তত তাই যেন এখন লেখা হয়। বড় বই যখন বের হবে তখন হবে। তাঁদের অন্রোধেই আজ বাধ্য হয়ে লিখছি। বাংলাদেশে সাধনার NI যা বুঝেছি যথাসাধ্য অল্পের মধ্যে তা প্রকাশ করবার চেষ্টা করা গেল। যার আদেশে ও নির্দেশে একদিন এই কাজে প্রবৃত্ত হয়েছিলাম আজ তিনি সশরীরে এই জগতে নেই। তবু তার কথাই বারবার মনে আসছে, তাঁর কথাগুলি যেন এখন শুনতে পাচ্ছি “আমরা আছি 1” যেদিন তিনি এই আদেশটি দেন মেই দিন বলেছিলেন, “ভয় পাবেন al কাজ করে যান। আমরা আছি। সবাই আপনাকে শক্তি দেব ।* তার সে বাণী কি আজ মিথ্যা হবে? আজও তিনি নিশ্চয় আমাদের মধ্যে প্রাণ ও শক্তি সঞ্চার করছেন। এখনও তিনি আমাদের ঘিরে রয়েছেন । তবে ভয় কিসের ? তারই কথা আজ বারবার মনে আসছে। তাঁর মুন্নয় কায়৷ আজ নেই তবে চিন্ময় বিগ্রহে আজও তিনি বিরাজমান। মহাপুরুষদের তো মৃত্যু নেই। আজ যদি এই সামান্য পূজাঞ্জলি দেখে তিনি তৃপ্ত হন তবেই সকল শরম সার্থক মনে SAT! এই SY মনে করে তারই উদ্দেশ্যে এই গ্রন্থধানি আজ শ্রদ্ধার সহিত নিবেদন করি। লীক্ষিতিমোহন সেন



Leave a Comment