হিমালয়ের মহাতীর্থে [সংস্করণ-১] | Himalayer Mahatirthe [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
8 হিমালয়ের মহাতীর্ধে করবো-_আর তুমি ভাত রাধৰে, ডাল ও তরকারী একটা তুমিই পাকিও। আমি! এভাবের কর্ম বিভাগের পক্ষপাতি ছিলাম ai, আবার যাত্রাকালে এ নিয়ে আর com’ কথা-বার্তাও বাড়াতে ইচ্ছা হোলো না। সঙ্গে আমাদের aw ছিল না, কেবল কিছু কিছু আচার, fags আর শুকনো ফল পেস্তা বাদাম কিসমিস, মিসরী এই রকম কিছু কিছু ছিল, আর আমার কম্বল, ওভারকোট তুলাভরা জামা প্রভৃতি শীতবন্ত্র, দুজোড়া কাপড় তোয়ালে ইত্যাদি সব নিয়ে প্রায় পনেরো বিশ সেরের এক বোঝা থাকায় হৃযীকেশ থেকে একটি বাহক নেবার সংকল্প ছিল । বাদ্ধবের সব কিছু নিজের পিঠে বেশ গুছিয়ে নেওয়া, তার মধ্যে রুটি গড়বার চাকি ও ব্যালন পর্যন্ত ছিল, বোধ হয় cata তার রুটি গড়বার কাজটাই বেনী মনঃপুত ছিল। তার ARE বিশেষত্ব লক্ষ্য করছিলাম তা এই বেলা বলেনি। মনে হয় দে একটু মুখচোরা মান্ুধনট আমি ছাড়া আর কারো সঙ্গে কথা কইতে তাকে দেখিনি। কোন দেবালয়ে ঢুকতেও দেখিনি, ata করতে কখনও গঙ্গায় নামতো না। তার আত্ম- সম্মানবোধটা tet প্রখর, তার বোঝাতে কাকেও হাত দিতে দেয়নি। যতই ভারী হোক oy নিজেই বহন করতো। যাত্রার আগেই দেখলাম, চাকি ব্যালন, একটা কানা-উচু থালা, একটা বাটি, এগুলি সে তার কদছলের সঙ্গে পরিপাটি করে জড়িয়ে, তার সঙ্গে কাপড়-চোপড় যা-কিছু জামা পটি, সবার উপর একটা মোটা পাট-করা বৌোদ্বাই চাদরে গুছিয়ে পিঠে নিয়ে দুটি ee বুঝের কাছে বেশ জোর্‌্সে গীট দিয়ে বাধা, হাতে কেবল. দড়ির পাকানো বাঙিলের সঙ্গে লোটাটি ঝোলানে৷ থাকতো। পৌঁযাক তার মাথায় পাগড়ি, গায়ে লম্বা কোট পায়ে ক্যান্বিসের wll তার পরিচয় এখন এই পর্যন্তই | হ্যীকেশ চোদ্দ মাইল পথ, Vfaata থেকে গলার ধারে ধারে এঁকে বেঁকে গিয়েছে, সোজা! পথ, কোন চরাই Seats নেই, জানা! পথ। আট মাইলের মাথায় ভীম গোডা। এরা বলে যে,--মহাপ্রস্থানের কালে ভীম এইথানে তাঁর গদাটি ফেলে যান। হিমালয়ের মধ্যে অনেক স্থানে পঞ্চ পাওুবের স্বৃতি অনেক ক্ষিষুই আছে এইটি তার আরম্ভ বলা যায়। এ স্থানে মন্দির একটি প্রাচীন বটবৃক্ষ আর দোকান-পাট কিছু কিছু আছে দেখলাম। সেখানে আমরা প্রায় আধ ঘণ্টা বিশ্রাম করে বেলা সাড়ে তিনটা নাগাদ হযীকেশ পৌঁছে গেলাম। আগে একবার এসেছিলাম স্তরাং জানা স্থান। আমার সঙ্গে, হাতেই ছোট খাতা, পেন্সিল, একটা রাবার, এই সব ছিল । খাতাটা এক বিঘৎ লম্বা আর মাড়ে চার ইঞ্চি চওড়া gest তাকে ডাবল অর্থাৎ দুটো পাতা এক করে বেশ ল্যাগস্কেপ স্কেচের কাজ মনোমত চলতো। Bt থেকেই আরম করে ‘erent গেল ।



Leave a Comment