সুখ [সংস্করণ-১] | Sukh [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তা অবর্ণনীয়। আমি তো সাহিত্যিক নই। ভাষায় বর্ণনা করা আমার সাধ্য নয়। তুলি দিয়ে করতে পারতুম হয়তো। সে রকম একটা প্রস্তাবও ওঁদের দিক থেকে এসেছিল কিছুদিন পরে। রাজী হইনি কেন, জানো ? আচ্ছা, বলছি। তার আগে বলি সেদিন খাবার ঘরে কী হলো । ওঁরা আমাকে জোর করে টেবিলে বসিয়ে দিলেন | মালার মুখোমুখি । খাব না, খাব না করে CAN সবই। বরং অপরের চেয়ে বেশী করেই খেলুম। ছবি আকার সময় ক্ষুধাতৃষ্ণা থাকে না। তার পর এমন ক্ষিদে “পায় যে ভদ্র ও ভদ্রাদের সঙ্গে বসে অভদ্ববের মতো গিলি। ভাগ্যিস্‌ ওঁরা পান করেন না। পানীয় সামনে রাখেননি। নইলে সেদিন আমার উপর ওঁদের ঘেন্না ধরে যেত | ডক্টর দস্তিদার বৈজ্ঞানিক হলেও সেকালের খুষিদের মতো গভীর দৃষ্টিমান। কিছুক্ষণ একসঙ্গে কাটালেই বোঝা যায় ইনি প্রাচীন ভারতের কথমুনি আর এ'র Fal আশ্রমকন্ঠা৷ শকুম্তলা। মালা না হয়ে ওর নাম হওয়া উচিত ছিল মিরান্দ|। সরলতার, নিরীহতার নিখুত প্রতিমূর্তি। আজন্ম atte মানুষ৷ এই এক বছর আগে কলকাতা এসেছে। প্রধানত ওর জন্যেই ওর মা-বাবাকে বর্ম থেকে বিদায় নিতে হয়েছে। নইলে আরো বছর দশেক ঢাকরি করতে পারতেন দক্তিদার। অসময়ে পেনসন নিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে কি তার ৮



Leave a Comment