ফিরে দেখা - ৩ | Fire Dekha - 3

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ফিরে দেখা-_৩ ১৩ ॥ 8 Il এই স্থানে পিতার সত্যনিষ্ঠতার একটি দৃষ্টান্ত পাঠকগণ দেখুন। পিতা কাপড়ের কারবারের সহিত সুতার কারবার করিতেন। কৃষ্ণগঞ্জের একটি সুতার দোকান হইতে একসময় কয়েক AG সাদা সুতা খরিদ করিয়া আনেন। বাড়ী আসিয়া যখন এঁ সকল গাইট আমাদিগের সম্মুখে খোলেন সেইসময় দেখিতে পাওয়া যায়, সাতা সুতার পরিবর্তে উহার ভিতর লাল সূতা আছে। পাঠকগণকে বোধহয় বলিয়া দিতে হইবে না যে সাদা সূতা অপেক্ষা লাল সৃতাব দাম অনেক অধিক। এই অবস্থা দেখিয়া তিনি সেই দিবসই পুনরায় কৃষ্ণগঞ্জে গমন করেন ও AA অবস্থা ঘটিয়াছিল তাহার সমস্ত সেই সুতার বিক্রয়কারী দোকানদারকে কহেন। সেই দোকানদারও অতিশয় ধার্মিক লোক ছিলেন। পিতার কথা শুনিযা তিনি কহেন, বিলাতে গাঁইটের উপর নম্বর দেওয়ার ভুলে এইরগণ্প ঘটিয়া থাকিবে। তোমার অদৃষ্টব্রমে তুমি যাহা পাইয়াছ তাহা তোমার, উহাতে আমার কিছুমাত্র স্বার্থ নাই, বা আমি এঁ লাল সুতার দামও গ্রহণ করিতে চাহি না। দোকানদারের কথা শুনিয়া তিনি তাহাকে ধন্যবাদ fra আপন বাড়ীতে ফিরিয়া আসিলেন, বলাবাহুল্য ইহাতে পিতার বিলক্ষণ লাভ হইয়াছিল। আমি যখন fee বালক সেই সময় সেই সর্বধ্বংসকারী “আশ্বিনে ঝড়” হইয়াছিল। আমার বেশ মনে আছে sae এঁ ঝড় দিন মান হইতে অল্পে BH আরম্ভ হইয়া, ক্রমে বর্ধিত হইতে হইতে রাত্রিকালে প্রবল রগুপ ধারণ করে। এ ঝড়ে আমাদিগের বিস্তর ক্ষতি হয়। সেই সময় মৃত্তিকা নির্মিত ঘরে পিতা বাস করিতেন। ঝড়ে সেই ঘরের চাল ভাঙিয়া কোথায় উড়াইয়া লইয়া যায়, কারবার উপলক্ষে যে সকল ধান চাউল সংগ্রহ ছিল গোলা সমেত তাহা স্থানান্তরিত হয়, চাউল ধান্য প্রভৃতি সমস্তই লোকসান হইয়া যায়, দীড়াইবার স্থান পর্যন্ত থাকে না। Saran বিশেষরগুপ ক্ষতিগ্রস্ত হইয়া পিতা এ স্থানে নিজের A) প্রস্তুত না করিয়া উহার সংলগ্ন আর একটি বাটা প্রস্তুত করেন। কিন্তু ঈশ্বর তাহাতে বিমুখ হন, তাহার ২।৩ বৎসর পরেই কার্তিক মাসের সেই ভীষণ ঝড়ে উহাও ভূমিস্যাৎ হইয়া যায়। পুনরায় তিনি এ স্থানে YHA ন্যায় বাসস্থান প্রস্তুত করিয়া বাস করিতে আরম্ভ করেন।



Leave a Comment