সুকুমারী | Sukumari

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সুকুমারী । ১১ চক্ষুঃ মুছিতে মুছিতে দেখিলেন যে, তাহার সম্মুখে কর্তা HIT রহিয়াছেন;? তখন তিনি স্বপ্ন-বৃত্তান্ত কর্তাকে বলিলেন। কর্তা প্রভাতের স্বপ্ন নিশ্চয়ই সত্য হইবে, এই বলিয়া dea সহিত আনন্দ প্রকাশ করিতে লাগিলেন; এবং প্রভাত হইয়াছে, কাক পক্ষী ডাকিতেছে দেখিয়া দুর্গানাম watts ঘরের বাহিরে আসিলেন। আসিয়াই দেখেন, জামাই বাবু আপন wa লইয়া রাগভরে বাটা হইতে চলিয়! যাইবার উদ্যোগ করিতেছেন। কৃষ্ণ be রায় শশব্যস্তে জামাই বাবুর হাত ধরিয়া রাগের কারণ জিজ্ঞাসা করিলেন। মহারথী কুলীন মহাশয় বলিতে লাগিলেন, "আপনার বাটীতে কুলীনের এতদূর অপমান, কুলীনের স্ত্রী স্বামীকে এতদূর তাচ্ছল্য করে। তাহার পরম Sty যে, আমি তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলাম। আমি তাহাকে কত যত্ন করিলাম, কত আদর করিলাম। সে কি না আমার হাতে কামড়াইয়া] দিয়া আমার হাত ছাড়াইয়! পলাইয়৷ গেল !” এই বলিয়া] জামাই বাবু আপন হস্তের দাগ দেখাইলেন ৷ কৃষ্ণচন্দ্র রায় দেখিলেন, জামাই বাবুর হস্ত হইতে ঝর ঝর করিয় রক্ত পড়ি- তেছে। সহুকুমারী অতিশয় সুশীল], সে এমন ste কেন করিল, রায় মহাশয় বুঝিতে না পারিয়। বিহ্বলের ন্যায় দীড়াইয়। রহিলেন। এদিকে গৃহিণী আসিয়া সমস্ত ওনিলেন Stata প্রভাতের স্বপ্ন am আনা ঠিক সত্য হইয়াছে দেখিয়া তিনি ক্রন্দন করিতে লাগিলেন; এবং আপনার acy ধিক্কার দিতে লাগিলেন | ভিটায় কুলীনের ছেলের অপমান হইল, না জানি কি অমঙ্গল হইবে, এই ভাবনায় গৃহিণী ও কর্তা উভয়ের মন বড়ই চণ্টল হইল এমন সময় সদর দ্বারে কে একজন Ate করিল। কর্তা



Leave a Comment