নরম গরম | Naram Garam

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
জন্তু ছবির চিত্রনাট্য “কি ধরনের গল্প চান ? প্রশ্ন করে আমি চায়ে চুমুক দিলুম। আমার উল্টো দিকে ছবির প্রডিউসার আর তরুণ ডিরেক্টার ৷ প্রডিউসার ভদ্রলোক-_ এর আগে কোনও ছবি প্রডিউম করেন নি। হিমঘরের মালিক। কোন জেলায় মনে হয় গোটা ছুই কোল্ডস্টোর আছে। আলু ঢুকিয়ে, আলু চেপে রেখে, অচল আলুকে সচল রেখে, আট আনার arate তিন টাকায় তুলতে সাহায্য করে, নিজের চেহারাটাকে বেশ রাঙা আলুর মতো করে ফেলেছেন । অঢেল পয়সা হয়েছে। সেই কাঁচা টাকা এখন ছায়াছবিতে লাগাতে চান। এতকাল আকাশে ছিল আলু এইবার সেই আকাশ তারকাখচিত হবে। হিরো, হিরোইনদের সঙ্গে একটু গা ঘযাঘষি হবে। প্রডিউসারের কথার এখনও আড় ভারঙেনি। বেশ 'স১-এর দোষ আছে। ঠোটে সিগারেট। ইংরেজি ছবির নায়কদের মতো বাঁকা করে ধরা । বললেন, 'এমন একটা মাল ছাড়ুন, য৷ আগে কেউ ছাড়েনি ।” 'সবই তো ছেড়ে বসে আছে । অবশ্য আপনার লাইনটা এখনও খোলা আছে। আলুর লাইনে কেউ কাজ করেনি |” ‘wig, আলুর বিষয়ে ছবি ! কি যে বলেন আপনি | আলুতো এগ্রিকালচার f “আরে মশাই এগ্রিকালচারই (Sl আমাদের আসল কালচার । পার্ল বাকের নাম শুনেছেন ? তিনি গুড আর্থ বলে একটা বই লিখেছিলেন | সেই বই সিনেমা হয়েছিল। সে এক অসাধারণ ছবি। সেও ওই জমি, কৃষি 1” “তাহলে ওইটা ঝেড়ে একটা নামান না “হু ভাগে করতে হবে। ছ ঘণ্টার বই। রাজকাপুরের মেরা নাম জোকারের মতো । Se



Leave a Comment