মহামান্য জুরি | Mahamanya Juri

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সত্যিই কি মিথ্যা বলেছে? আমি দাবি করি আপনাদের কাছে। বিবেচনা করুন যে প্রমাণ এসেছে তাতে অভিযুক্ত নির্দোষ সাব্যস্ত হবার অধিকারিণী। বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মিসেস বার্নেকে মুক্তি দেওয়া উচিত। বিচারক হামফ্রে সব প্রমাণ একে একে তুলে ধরেছেন জুরিদের কাছে। বিচারকের একদিকে যেমন অসীম জ্ঞান আইনের অন্যদিকে তেমনি মানবিক মূল্যবোধও সীমাহীন । আইন তার মতে মানুষের মঙ্গলের জন্য৷ তিনি সর্বদাই চেষ্টা করেছেন আইন জীবনের উদ্দেশ্যে ব্যবহৃত হোক। মিসেস বার্নে ভাগ্যবতী। কারণ বিচারক দয়ালু কিন্তু ক্ষমাশীল নন। যুক্তিনির্ভর কিন্তু ভাবাবেগশূন্য। তিনি তার নিজের মতামত জুরি মনে গেঁথে দেবার চেষ্টা করেননি। শুধু জোর দিয়ে বলেছেন-_যদি আপনারা মনে করেন এবং AVS হন যে প্রমাণ যা এসেছে তাতে অভিযুক্ত ইচ্ছাপূর্বক খুন করার উদ্দেশ্য নিয়ে গুলি করেছে মাইকেলকে তাহলেই তাকে দোষী সাব্যস্ত করবেন। সেখানে সহানুভূতি, করুণা বা মমতার কোন স্থান AA! কর্তব্যে অবহেলার কোন প্রশ্রয় নেই। আবার এটাও ভাবার আছে-_-আমাদের কতখানি যুক্তি আছে অভিযুক্তার জবানবন্দী মিথ্যা বলার? আর জবানবন্দী যদি অসঙ্গত না হয় ঘটনা ও প্রমাণের পরিপ্রেক্ষিতে তাহলে সে জবানবন্দীকে শুধু এই কারণেই অগ্রাহ্য করা যাবে যে সে বিচারাধীন ? আপনাদের এও দেখতে হবে যে ইচ্ছাপূর্বক এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যা অথবা অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনা যাকে বলা হয় ম্যানম্লটার। তা ইংল্যান্ডের আইনে দণ্ডনীয় প্রমাণ দৃষ্টে যদি সিদ্ধান্তে আসা যায় অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করেছে সেটাও অপরাধ | কিন্তু মৃত ব্যক্তি সেই রিভলবার কেড়ে নিতে গেলে যে দুর্ঘটনা ঘটে তাও কম শাস্তি হয় এমন আইনে ATG | এসব কিছুর আগে একটা বিধান আইনের সব সময় মনে রাখতে ACI | সরকারপক্ষকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে অভিযোগ। সেখানে ত্রুটি থাকলে অভিযুক্ত তার ফল পাবার অধিকারিণী। সামিং আপ বা সার্বিক বক্তব্য শেষ হল। বারোজন জুরি তাদের জন্য নির্দিষ্ট ঘরে গেলেন। তখন বেলা তিনটে | অপেক্ষমান সকলে। চোখ বদ্ধ দরজার দিকে ঘন ঘন। মিসেস বার্নের মনে তখন হয়ত আলোড়ন চলছে। বাইরের মুখ শাস্ত। যে প্রকৃত দোষী হয় তার মনের মধ্যে আলোড়ন হতেও পারে আবার নাও হতে পারে। কী হয় তা জানার উপায় থাকে না। যে নির্দোষ তার মনে যে দুশ্চিত্তার ঝড় বয়ে যায় তা অনুমান করা যায়। তার বাইরের চেহারা শাস্ত থাকাও অস্বাভাবিক নয়। ওদিকে জুরিদের মধ্যেও তর্ক-বিতর্কের ঝড় বয়ে চলেছে। নির্দোষকে যদি দোষী সাব্যস্ত করা হয় তার প্রাণদণ্ড হবে। অথবা অন্য অপরাধের জন্য কারাবাস। জুরিদের মনের ঝড় এক সময় থেমেছে। প্রায় বেলা পাঁচটায় দরজা খুলল। জুরিরা তাদের আসন গ্রহণ করলেন। বিচারক এসে তার আসনে বসলেন। NANA কি একমত হয়েছেন? --স্থ্যা-_ -__অভিযুক্তা দোষী না নির্দোষ? — “otra” জানালেন জুরি প্রধান-_মুক্তি পেল মিসেস বার্নে। প্রশংসা পেলেন প্যাট্রিক হেস্টিংস। বিচারক হামফ্রে আগেই বলেছেন আমার এই জীবনে অত সুন্দর মামলা পরিচালনা ও FSU যে ব্যারিস্টার করেছেন তার অভিজ্ঞতা দুর্লভ। আমার তা সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে। হৃদয়ের কাছে নয়, আবেদন যুক্তিশীল মনের কাছে। মিসেস বার্নে স্বাধীন এক নাগরিক। জনসমুদ্রে বিলীন। ১৮Leave a Comment