শিক্ষাগুরু আশুতোষ | Sikshaguru Asutosh

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৪ শিক্ষাগুরু আশুতোষ তাহার সহোদর ভ্রাতারাও সেখানে ছিলেন না। রামজয়ের পত্নী একে শোকাভিষূতা, তার উপর জ্ঞাতি ভাগুর ও যাতৃুগণের (জা) কুব্যবহারে মর্মাহতা হইয়া পড়িলেন। কিছুদিন এইরূপে গেলে অতিষ্ঠ হইয়া] তিনি তাঁহার পিত্রালয় জীরাট গ্রামে শিশুটিকে লইয়] ofan গেলেন । তদ্ববধি তিনি দইথামনেই ছিলেন, দ্রিগস্তয়ে আর আসেন মাই। জ্ঞাতিরা তাঁহাকে আমনিতে চেষ্টা! করেন নাই; কোনো খেজও লন নাই। রামজয়ের পুত্র এইরূপে পিতৃ- সম্পত্তি হইইতে একেবারে বঞ্চিত ও পিতৃ-পিতামহের দেশ হইতে নির্বাসিত প্রায় হইয়। মাতুলালয়ে প্রতিপালিত হইয়াছিলেন। তাঁহার এক মাতুল ও মাতামহী ছিলেন; তাঁহারা দরিদ্র, স্থতরাং বিশ্বনাথের বাল্যজীবন act অতিবাহিত হয় নাই তপে এখানে তাঁর CHV AG আদরের অভাব ছিল না। এইরূপে বিশ্বনাথ মাঁদিদিমার গ্লেছের কোলে মাহয SSN উঠিলেন । তাহার মামা তাঁহাকে পাঠণালায় পড়িতে দিয়াছিলেন, তিনিও বাংলায় অন্ধশাস্ত্র প্রভৃতি যাহা তথন পড়া হই ত তাহা শিখিয়া লইয়াছিলেন | তাঁহার সংস্কৃত বা তৎকালে প্রচলিত আরবি উদু' কিছুই শিখিবার স্থযোগ হয় নাই। তিমি স্বভাবতঃ বুদ্ধিমান সরল উদারপ্রককতি ছিলেন। অল্পবয়মেই ভগবৎ-কৃবপায় উপার্জনক্ষম হইয়] মাতার ছুঃখ- মোচন করিতে সক্ষম হইয়াছিলেন । তিমি অতিশয় মাতৃভক্ত ছিলেন । ( স্তর আশুতোযের মাতৃভক্তিও পুরুষাষ্ক্রমে অজিত একটি গুণ )। মা যাহাতে Bay ও তৃপ্ু হন, বিশ্বনাথ তাহাই করিতেন। “ননণের কুঠির সাহেবদিগকে প্রসন্ন করিয়| তিনি মিমকমহালের দারোগা হইয়াছিলন | জীরাট গঙ্গাতীরস্ব অতি সথন্দর গওগ্রাম; স্বভাব শোভার নিকেতন। Sey এখানে ম্যালেরিয়া] ছিল না? গ্রামবাসীরা we fea এবং এখামে সহ ভদ্রলোকের বাস ছিল। এখানে গোপীনাথ বিগ্রহের সেবায়েৎ ছিলেন গৌসাইর| Stata ধর্মপরায়ণ ছিলেন । পিতূহীন বিশ্বনাথ গৌসাই- কর্তার নিকট হইতে কিছু জমি পাইয়া জীরাটেই নিজ বাসভবন প্রস্তুত করেন। এই সময়েই মাতা সরম্বতী দেবা পুত্রের বিবাহের জন্য ব্যগ্র হইয়া পাত্রী অনুসন্ধান করিতেছিলেন। কিছুকালের মধ্যে মনোমত wea স্থলক্ষণ] কন্যা পাইয়া পুত্রের বিবাহ fren অপার আমন্দলাভ করিলেন । পাত্রী বর্ধমান রাজসভার সভাপণ্ডিত সার্বভৌম চট্টোপাধ্যায়ের দৌহিত্র রামমোহন



Leave a Comment