কন্ঠ কৌমুদী [খণ্ড-১] [সংস্করণ-২] | Kantha Koumudi [Vol. 1] [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
Socata ৫ স্বর-সাধন-প্রণালী। উল্লিখিত নিয়মে তা্ুরাটী বীধিয়া > হইতে স্বর বাহির করিতে করিতে যে স্বরষটা তান্দুরার জুড়ীর স্বরের সহিত মিলিত হইবে, সেইটাকে মুদারা গ্রামের ষড়জ স্থির করিয়া ক্রমে ক্রমে এক এক স্বর চড়াইয়া খযভাদি অপর ছয়টা স্বর নির্গত করিতে হইবে, তাহা! হইলে মুদ্রার! গ্রামের স্বর সাধন হইল, কিন্তু যে পর্যন্ত এই সপ্ত স্বর WAAC Fld প্রকাশ না পায়, সেই পর্যন্ত পুনঃ পুনঃ সাধিতে হয়। এইরূপ প্রণালীতে মুদ্রার গ্রাম সাধন হইলে পূর্বেবাক্ত খরজের তারের স্বর অবলম্বনে মুদারার ন্যায় উদার| গ্রামের সাতটা স্বর সাধন করিতে হইবে ; তবে বিশেষ চেষ্টা করিলেও যাহার ক হইতে এত fw স্বর বহির্গত না হইবে, তাহার কণ্টে যে স্বর অবধি উত্তমরূপে প্রকাশ পায়, তথা হইতে অপরগুলি সাধন করিলে একপ্রকার কার্য্যনির্বাহ হইতে পারিবে। তারা সপ্তকেরও এই ব্যবস্থা অর্থাৎ ত্ল্লায়াসে যে স্বর পধ্্যস্ত বাহির হইতে পারে ততদূর Ase সাধ্য, তদতিরিক্ত স্বর-সাধন প্রয়াসে অধিক বল প্রকাশপূর্বক Fd বিকৃত করিবার প্রয়োজন নাই। পূর্বে লিখিত হইয়াছে যে, ষড়জ স্থির afar এক এক Wa চড়াইয়া খযভাদি স্বর সাধন করিতে হইবে, কিন্তু যড়জের পর কোন স্বর কি পরিমাণে চড়াইলে যে, খযতাদি স্বর fants হইবে, তাহার কোন বিধিবদ্ধ নির্দিষ্ট নিয়ম এ পর্য্যন্ত স্থিরীকৃত হয় নাই, তবে এ বিষয়ে প্রথমতঃ গুরূপদেশ অথবা সেতার যন্ত্রের যে যে পরদায় যে যে স্বর নির্দিষ্ট আছে, সেই সেই পরদার স্বরের:সহিত কণ্ম্বর মিলাইয়া স্বর-সাধন করাই নিতান্ত আবশ্যক ।



Leave a Comment