নাটক সমগ্র ১ | Natak Samagra 1

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বাবা। মাচ্ছা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে জীবনে অনেক কিছু ঘটে যা সাধারণভাবে অসম্ভব বলে মনে হয়, কিন্তু সেগুলোও তো সত্যি। তাই যা সত্যি সেগুলোর অসম্ভাব্যতা বিচার নিষ্প্রয়োজন। ম্যানেজার। আরেআরে,আপনি যে আবার জ্ঞান দিতে আরম্ভ করলেন দেখছি। ভ্যালা পাগলের পাল্লায় পড়া গেল তো। বাবা। আমি জানি প্রচলিত রীতির বিরোধিতা করাকেই অনেকে পাগলামো মনে করেন--আর ধরুন আপনারা যে নাটক করতে গিয়ে কতকগুলো অলীক চরিত্রকে স্টেজে এনে বাস্তব প্রমাণ করবার চেষ্টা করেন, সেটাও কি পাগলামো নয়? ম্যানেজার। (চেয়ার থেকে উঠে, বাবার দিকে তাকিয়ে) মানে আমাদের নাটক করা আপনার মতে পাগলামো? বাবা। বিনা দরকারে, যা সত্যি নয় তাকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা, কতকগুলো অবাস্তব, অলীক চরিত্র জীবস্ত করে তোলার চেষ্টা-- এই তো আপনাদের কাজ? তাই না? ম্যানেজার। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে নাটক করা একটা....যাকে বলে মানে বেশ একটা ভালো ব্যাপার। aati জানি at আমি শুধু আপনাকে বোঝাতে চাই যে একটা সত্তার যেমন বিভিন্ন রূপ-_ধরুন গাছ, ফুল, পাখি, নদী, প্রজাপতি হয়ে প্রকাশিত হয়, তেমনি একটা নাটকের চরিত্র হিসেবেই তো কেউ কেউ প্রকাশিত হতে পারে। ম্যানেজার। ও, তার মানে, আপনি আর আপনার অনুচরবৃন্দ নাটকের চরিত্র হিসেবেই ধরাধামে প্রকাশিত হয়েছেন? Slat হ্থা!ঠিক এই কথাটাই তো এতক্ষণ ধরে আপনাকে বলতে চাইছি। তরুণ অভিনেতা। এতো আগমন নয়, আব্বির্ভাব! [ম্যানেজার ও অভিনেতারা সশব্দে হেসে ওঠে | বাবা। স্কে্ন স্বরে) আপনারা হাসছেন। কিন্তু বিশ্বাস করুন আমরা এই ছ'জন পৃথিবীতে এসেছি শুধু একটা নাটকের জন্যেই....শুধুমাত্র একটা নাটকের জন্যেই....বিশ্বাস করুন। (মা'র দিকে তাকিয়ে) আচ্ছা, ওর এই বিধবার বেশ দেখেও কিছু বুঝতে পারছেন না? ম্যানেজার। (র্যচ্যুত হয়ে) থামুন মশাই, অনেক হয়েছে, এবার আসুন দিকি। (দারোয়ানের সন্ধানে এদিক ওদিক তাকিয়ে নেপালকে )কী হে, এদের বের করে দিতে পারছো না? বাবা। আচ্ছা আমার কথাটা একটু_ ম্যানেজার। এখন কথা শোনবার সময় নেই আমার। যান কাটুন।....স্টেডি। CAR GINS! তরুণ অভিনেতা। «=, ঢের পেঁয়াজি হয়েছে। বাৰা। (আত্মপ্রত্যয়ের সঙ্গে এগিয়ে এসে) দেখুন, আপনারা অবিশ্বাস করছেন? ঠাটা করছেন? বাধছে না আপনাদের? আপনারাই নাটকে ১৬



Leave a Comment