সংখ্যার নাম চার | Sankhyar Nam Char

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সমান দু'ভাগে কেটেছি--আর তোমার অসি তৃতীয় আমটিকে স্পশ'ও ক্রল না ।” কৌতুকক-তরল স্বরে কিশোর বলল, “কে বলেছে আমার অসি আমটিকে স্পর্শ করে নি?” “তুমি কি উন্মাদ নাকি, চোখে দেখতে পাও aie” বিস্মিত নেত্রে আবার কিশোরের মুখের পানে তাকিয়ে জনতার দিকে ফিরল আগন্তক, “ভাই সব, তোমরাই বলো মাঝের আমটিকে ওর তরবারি কি স্পর্শ করেছে ? অসি লাগলে ফল তৎক্ষণাৎ ছিন্ন হতো |” জনতা গর্জন করে উঠল, “ঠিক! ঠিক! আমবা দেখেছি অলি আমকে স্পর্শ করেনি । আঘাত লাগলে আম নিশ্চয়ই ছিন্ন হতো 1” কিশোর কোন কথা না বলে এগিয়ে এসে মাঝের আমটিতে হাত দিল । সঙ্গে সঙ্গে তার আঙ্গুলেব মধ্যে উঠে এল আমের কতিত Beant | স্তপ্তিত জনতার দিকে দৃষ্টিপাত কবে কিশোর সহাস্ত বলল, “আমিও সমান মাপেই কেটেছি। তোমরা এ ছুটি কাটা আমের সঙ্গে মিলিয়ে দেখতে পারো ওদের মতো আমারটাও ঠিক সমান দুই ভাগে কাট৷ পড়েছে। প্রভেদ এই যে, আমার আম দ্বিখণ্ডিত হয়েও ছিটকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েনি ।” জনতা স্তুষ্ভিত, স্তব্ধ ! কিশোরের প্রতিদ্বন্দ্বীর অবস্থাও তথৈবচ | সত্যি অক্ল্পনীয়। আমটিকে নিখু'তভাবে সমান ছুইভাগে বিভক্ত করে দিয়েছে কিশোরের তরবারি! কিন্তু আঘাতের ওজন এমনই পরিমিত যে, খণ্ডিত অংশ ছুটি ছিটকে পড়ার অবকাশ পায় নি" অতি za রেখায় বিদীর্ণ ফলের দুই অংশ রসসিক্ত হয়ে পরস্পরের সঙ্গে আটকে থেকে দর্শককে বিভ্রান্ত করেছে-_মনে হয়েছে আমটি অক্ষত ও অটুট অবস্থাতেই বিরাজমান । তরবারি বুঝি আমকে স্পর্শও করেনি। স্তব্ধতা ভঙ্গ করল কিশোরের প্রতিদ্বন্দ্বী, “এমন চমৎকার হাতের MITT নাম চার ১২:



Leave a Comment