জ্যোতিরিন্দ্রনাথ [সংস্করণ-১] | Jyotirindranath [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
জীবনী বা ব্যক্তিজীবন ৭ far দ্বারকানাথের পুত্র রাজসিক জীবন পরিত্যাগ ক'রে আখ্যাত হলেন fea পরিচয়ে, সে পরিচয় “মহযি'। মহযি দেবেজ্দ্রনাথের পঞ্চদশ পুত্রকল্যার মধ্যে প্রথম SI) অল্লায়ূু, তার পর দ্বিজেন্দ্নাথ সত্যেচ্নাথ হেমেঙ্দ্রনাথ বীরেচ্দ্রনাথ সৌদামিনী জ্যোতিরিল্দ্রনাথ RATA AMAT শরংকুমারী স্বর্ণকুমারী বর্ণকুমারী সোমেন্দ্রনাথ রবীন্দ্রনাথ বৃধেন্দ্রনাথ | দেবেন্দ্রনাথের পঞ্চম পুত্র জ্যোতিরিজ্তনাথ । জ্যোতিরিজ্ঞনাথের পিতৃকুলের পরিচয় দেওয়া হয়েছে, তার মাতার নাম সারদা দেবী (১৮২৩ ?-১৮৭৫ ) | জ্যোতিরিন্দ্রনাথের বাল্যশিক্ষা আরম্ভ হয় গৃহে । গৃহস্থিত গুরুমহাশয়ের কাছে তার হাতেখড়ি হয় ও প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়। সেকালের রীতিই ছিল এইরূপ-_ গুরুমহাশয় চণ্ডীমগ্ুপে পাঠশালা খুলে বসতেন, পাড়ার ছেলেরা পাঠ নিত, গুরুমহাশয়ের ফরমাশ খাটত, পলাতক বালকদের ধরে এনে দিত, গুরুমহাশয়কে দেয় দক্ষিণা আদায় করে দিত । ঠাকুরবাড়িতে চণ্ডীমগুপ নেই, quar তিনি পাঠশালা খুলেছিলেন ঠাকুরদালানে । এইখানে বাড়ির অন্তান্য বালক ও পাড়াপ্রতিবেশীর কয়েকটি ছেলের সঙ্গে জ্যোতিরিজ্ঞনাথের পাঠ আরম্ভ Ba | ওগুরুমহাশয়টি সম্বন্ধে জ্যোতিরিজ্ছ্নাথ বলেছেন, ইনি “একেবারে সেকেলে পণ্ডিতের জ্বলন্ত আদর্শ। রং কালো, গৌফজোড়া কাচাপাকায় মিশ্রিত qe প্যাংরার ন্যায় ।** মুখে কখনও এতটুকু হাসি দেখা যাইত না।**তাহার এক- গাছি ছোট বেত ছিল, নিজের দেহের সঙ্গে সেটিকেও তিনি সমযত্বে তৈল মাখাইতেন ।** অপরাধে, বিন1-অপরাধে, যখন-তখন, এই বেত্রগাছটি ছাত্রদিগের পৃষ্ঠস্পর্শে aie আর সেইসঙ্গে কতকগুলা অকথ্য গালিবর্ষণও যে না হইত, তাহাও নয় ।”' এই অবস্থার মধ্যে প্রাথমিক শিক্ষা শেষ হল তার সেজদাদা হেমেন্দ্রনাথ তার চেয়ে বছর পাঁচের বড়, ইনি এই সময়ে জ্যোতিরিচন্দ্রের অতিভাবকত্ব গ্রহণ করলেন, এবং তাঁর তত্বাবধানে একজন গৃহশিক্ষকের কাছে ইংরেজি aw আরম্ভ হল। হেমেন্দনাথও বিশেষ কড়া অভিভাবক ছিলেন | এখানে হেমেঙ্দ্রনাথ সম্বন্ধে সামান্য-একটু বলে নেওয়া দরকার। তিমি কিছুকাল মেডিকাল কলেজে অধ্যয়ন করেন | সংস্কৃত সাহিত্যের ও পাশ্চাত্য



Leave a Comment