নোংরা হাত | Nongra Hat

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ওলগা। লুই। ওলগা। লুই। ওলগা। লুই। ওলগা। নোংরা হাত ১৩ দায়িত্বহীন, খামখেয়ালী বুর্জোয়া, নিজের খুশিমতো কাজ করে আবার নিজের খুশিমতো ছেড়ে দেয়। তাকে আবার ফিরে কাজে লাগানো যায় কিনা! তবুও কুড়ি বছর বয়সে সেই মানুষই ওদ্যরেরকে তার নিজস্ব পাহারাদারদের মাঝখানে খুন করেছিল ---- একটা রাজনৈতিক হত্যাকে আসনাইয়ের খুন বলে চালিয়ে দিয়েছিল। সেটা সত্যিই কি রাজনৈতিক হত্যা? ব্যাপারটা কোনো দিনই ভালো করে পরিষ্কার হয়নি। ঠিক কথা। আমাদের এখন সেটা পরিষ্কার করা দরকার। সমস্ত ঘটনাটাই দুর্গন্ধে ভরা। আমি লগির মাথা দিয়েও তা ছুঁতে চাইনে। তাছাড়া ওকে দিয়ে পরীক্ষা পাশ করানোর মতো সময় আমার হাতে নেই। আমার আছে। (FS চঞ্চল হয়ে ওঠে) লুই, আমার মনে হচ্ছে তুমি হয়তো এ ব্যাপারটায় বড্ড বেশি ব্যক্তিগত ভাব এনে ফেলেছো। আমার মনে হয়, তুমিও সেই একই ভুল করছো। ব্যক্তিগত অনুভূতির কাছে আমাকে হার মানতে দেখেছো কখনো? আমি তো বিনাশর্তে ওকে বাঁচতে দিতে বলছি না। ওর জীবনের আমি কানাকড়িও দাম দিইনে। আমি শুধু বলছি যে, ওকে একেবারে মুছে ফেলার আগে আমাদের দেখা দরকার ওকে আবার পার্টিতে ফিরিয়ে আনা যায় কিনা। পার্টি কখনো ওকে আর গ্রহণ করবে না। TSS এখন নয়। সেকথা আমার মতো তুমিও জানো।



Leave a Comment