ভারতের সাধক [খণ্ড-৭] | Bharater Sadhak [Vol. 7]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
মহাযোগী গোরখনাথ আপন বিছাও, শুরু কর কঠোর SCM | সেখানেই লাভ করবে তোমার যোগসাধনার শ্রেষ্ঠ ফল 1” প্রথমে উভয়ে কাশী, বৃন্দাবন, কেদার বদরী প্রভৃতি সারিয়| চলিলেন দক্ষিণ ও পশ্চিম ভারতে। একের পর এক রামেখ্বর, Ts, পুষ্কর, দ্বারকা প্রভৃতি তীর্থ wipe শেষ হইল | এবার মংস্তোচ্্নাথ প্রিয় শিষকে কহিলেন, “eH, নাথযোগীরা দীক্ষান্তে যে সব তীর্থ দর্শন ক'রে তাদের মধ্যে হিংলাজের গুরুত্ব অত্যধিক । যোগ সাধনাকে যারা সার্থক ও পূর্ণাঙ্গ করে তুলতে চায়, তাদের পক্ষে এ স্থানে পরিত্রাজন ও দেবীর পুজা হোম অবশ্য অনুষ্ঠেয় | কিন্তু এ তীর্থের পথ বড় ছুর্গম 1” “তা হোক না প্রভু । কিন্তু এই হিংলাজের অবস্থান কোন্‌ দিকে ?” -_প্রশ্ন করেন গোরখনাথ । “এ তীর্থ মকুরাণে, পশ্চিম সমুদ্রতীরে | সিন্ধুনদের মোহনা থেকে প্রায় আশী মাইল দূরে যেতে হয়। হিংলাজ পর্ববতশৃঙ্গের নীচেই হিংগল নদীর ধারে অবস্থিত শক্তিসাধনার মহাগীঠ এই হিংলাজ তীর্থ 1” “কি এর বিশেষ মাহাত্ম্য, গুরুদেব 7” “একান্ন সতীপীঠের অন্যতম এটি । দেবীর কপাল এখানে পতিত হয়েছিল-_কারো কারো মতে দেবীর কিরীট। আর এখানকার মন্দিরটি উৎসর্গ করা হয়েছে অগ্নিদেবীর নামে । দেবী হিংলাজ fami নামেও অভিহিত! হন। শ্েষ্ঠতম শক্তি বিভূতি যে সাধকেরা অর্জন করতে চায় _তা সে যোগীই cate কি তাঞ্ত্রিকই হোক, তাকে এখানে আসতেই হবে, বংস।১ > হিংলাজ, নাগরঠাটা ও কোটেশ্বর একসময়ে পশ্চিম তারতের প্রাচীন ও গুরুত্পূর্ণ তীর্থ ছিল। হিমালয় ও কাশীর তীর্থসমূহের মতই ছিল ইহাদের খ্যাতি ও মর্যাদা 1 ভারত ও পশ্চিম এশিয়ার যোগাযোগ প্রাচীনকালে এখানকার কয়েকটি তীর্থের, বিশেষ করিয়া হিংলাজের, মাধ্যমে সাধিত হইত। উত্তরকালে এই তীর্থদেবী হিংলাজকে মুসলমানেরা বলা ee করে বিবি-নানী। মুসলমানেরা ১৯



Leave a Comment