শরৎকুমার লাহিড়ী ও বঙ্গের বর্ত্তমান যুগ | Sarat Kumar Lahiri O Banger Bartaman Yug

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১২ শরৎকুমার লাহিড়ী ও বঙ্গের বর্তমান যুগ। ayant দত্ত এই ডি, রোজিওর একজন প্রধান ছাত্র। ইহার অপরাপর ছাত্রগণ অনেকেই বর্তমান অনেক শিক্ষিত বঙ্গসসম্তানের পিতা অথবা! পিতামহ ame বিদ্ছাবুদ্ধি ও প্রতিভাববলে অনেকে সবিশেষ প্রতিষ্ঠাবান্‌ হইয়াছিলেন। ডি, রোজিওর শিক্ষাগুণে সুনীতি ও সুবিবেকের অঙ্গুসরণবিষয়ে রামতনু তাহার সতীর্থ ও সহচরগণের মধ্যে Guys আদর্শস্থানীয় হইয়া উঠিলেন। অকপটাচার ও স্বক্কত- পাপের নিমিত্ত অন্ততাপ এই ঢুইটিই তাঁহার বাল্যসাধনার মূলমন্ত্র। বাল্যকাল হইতেই তিনি কপটাচার ও অতন্তায়াচারের বিরদ্ধে amiss এমন কি স্বয়ং ব্রাহ্ধসমাজপতিরও যথন স্মবিবেকানুসরণে কিঞ্চিন্মাত্র পদস্থলন হইত, স্তায়ের ক্বপাণধারী এই নবীন বীরসাধক তৎক্ষণাৎ তাহার Sig প্রতিবাদ Tatra করিতেন। নিজমনে যথনই যাহা যুক্তি ও বিবেকসঙ্গত বলিয়া বুঝিতেন, তদ্যণ্ডেই শতস্বার্থবিসর্জানেও সেই বিবেকান্ুরোধ সম্যক রক্ষা করিতে রামতঙ্গ যেন ANA! এ সাধনে সে সাধক সেকালের বঙ্গে যথার্থই অদ্বিতীয়। আশ্চধ্যের বিষয় এই যে তিনি জীবনে একদিন যাহা ভাল বুঝি- য়াছেন, কোন দিনই আর তাহা মন্দ বুঝেন নাই, Boats কোন দিনই আর তাঁহাকে সেজন্ত হায় হায় করিতে হয় নাই। aay, তিনি যাহা ভাল বুঝিতেন, HHS বা সর্বাকালে তাহা যে ভাল বলিয়া পরিগৃহীত হইবে, ইহা! অসম্ভব। CRT AACA AMA সর্ববাদিসম্মত ভাল বা মন্দের সংখ্যা এ সংসারে করপর্ব্পরিমেয় মাত্র। কিন্তু তিনি যেরূপ উৎসাহে, যেরূপ অনন্কোচে, যেরূপ স্বার্থের শতবন্ধন ছিন্ন করিয়া, যেরূপ জানিয়| শুনিয়৷ কলঙ্ক লাঞ্ছনা ও aia গঞ্জনার mal শিরে তুলিয়৷ লইয়া, স্ববিবেকের অনুসরণ করিয়াছেন, এরূপ স্মবিশ্বস্ত বিবেকসেবক চিরস্বাধীন চিরঅপরাজিত পুরুষসিংহ যথার্থ ই জননী বসুন্ধরার অদ্কালঙ্কার, সমাদরের সামগ্রী । তিনি একেশ্বরবাদী ছিলেন; তাহার ঈশ্বরাহ্রাগও বড়ই প্রগাড়। সাধক মহাজনগণের দেহে ভগবংপ্রেমের যেরূপ AGS লক্ষণ লক্ষিত Veal থাকে, পুণ্যশ্লোক রামতনুর জীর্ণ শীর্ণ তন্কুতেও ইদানীং অনেকে সেইরূপ অনেক লক্ষণ সুস্পষ্ট প্রত্যক্ষ করিয়াছেন। তিনি এ কাজ ও কাজ করিতে করিতে গুন্‌ গুন্‌ করিয়৷ ভগবানের গুণগান করিতেছেন বা কাহারও সহিত ভগবৎ-কথালাপ করিতেছেন আর ছুই চক্ষে প্রেমধারা পড়িতেছে, ইহ! কৃষ্ণনগরস্থ রামতমু-তীর্থের এক অপুর্ষ রমণীয় frogs fens তিনি জাত্যভিমান আদৌ পরিত্যাগ করিয়াছিলেন; আহার বিহারে জাতিবিচার বা feria ভক্ষ্যাভক্ষ্যবিচার কিছুমাত্র



Leave a Comment