আদিবাসী লোককথা | Adibasi Lokakatha

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সাদা মেঘের টুকরো টুক্রো খণ্ড। আকাশের বুকে মেঘের খেলা। প্রতিচ্ছবি পড়েছে নীচের নীল সাগরজঞলে | কোথায় থাকবে মানুষ ! কুয়াশাকুমারী মেঘখণ্ডগুলোকে পাঠিয়ে দিল সাগরের জলে। মেঘের আকারে দ্বীপ ভেসে উঠল। অনেক দ্বীপ। ফিলিপিনস্‌ মাইক্রোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া অর্থাৎ ওশিয়্যানিয়ার লোকপুরাণে এই এলাকার হাজার হাজার দ্বীপের অন্মকথা এইভাবে কাব্যময় ভাষায় বিধৃত হয়ে রয়েছে। দ্বীপময় এলাকার মানুষের কবিমনের অপরূপ পরিচয়। আজও পরব-উৎসবের সময় তাদের মিহি মিষ্টি সুরে ঝরে পড়ে এই কাব্যকথা, অতীতের মহান এঁতিহো্যের গাথা। অথচ হাজার প্রাকৃতিক বিপর্যয়, মানুষের অমানবিক অবিচার- অত্যাচার আর বারবার বাসভূমি পাল্টানোর মতো দুঃসহ বেদনা তাদের সহ্য করতে হয়েছে। সহ্য করতে হয়েছে শতাব্দীর পর শতাব্দী wa! তবু, এঁতিহোর আশ্চর্য Fatal শতক্তি,_শত নির্মম পাষাণ-আঘাতেও সংস্কৃতিকে বিলুপ্ত করা যায় নি। অজেয় মানুষ অপরাজেয় লৌকিক এঁতিহাকে লালন করে চলেছেন। Gon স্বদেশভূমি ও জনবসতির কথা রাতের আকাশে যেমন অসংখ্য তারা ফুটে ওঠে, ওশিয়্যানিয়ায় তেমনি অগুনতি দ্বীপের সমাহার । ব্যাপ্ত প্রশাস্ত মহাসাগরের উদার বুকে বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপময় ভূমিখণ্ড। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ নিউ গিনি আবার পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া এই এলাকাতেই রয়েছে। তিরিশ লক্ষ বর্গ মাইল জুড়ে বিচিত্র গাছপালা-পশুপাখির দেশ অস্ট্রেলিয়া এই দ্বীপময় এলাকার বৈশিষ্ট্য বহন করছে না। অস্ট্রেলিয়ার পরিচয় আলাদাভাবে দিতে হবে। প্রশান্ত মহাসাগরের দ্বীপময় জগৎ অন্য ধরনের। বিশাল উন্মুস্ত সাগর পৃথিবীর এক তৃতীয়াংশ এলাকা জুড়ে রয়েছে। বিচ্ছিন্ন দ্বীপগুলির মানুষকে এই সাগর যেমন বিচ্ছিন্ন করে রেখেছে আবার তেমনি এক মানবিক HPA ঘনিষ্টও করে Oley | সাগরের ঢেউ, প্রকৃতি, ঝোড়ো আবহাওয়া, গাছপালা, সামুদ্রিক খাদ্যদ্রব্য এলাকার মানুষকে প্রায় একই সংস্কৃতির সূত্রে আবদ্ধ করে রেখেছে। এখানেই রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি দ্বীপ, আবার প্রবাল দ্বীপ। সাগরের পারে রয়েছে সবুজ বনানীতে ঢাকা পাহাড়-পর্বত। মেলানেশীয় নিউ আয়ারল্যান্ডের ৩৭০ মাইল দূরে সবচেয়ে কম জনবসতিপূর্ণ ক্ষুদ্রতম দ্বীপ কাপিন্গারান্গি রয়েছে। এর আয়তন আধ বর্গমাইলের সমান্য বেশি, সমুদ্র-পৃষ্ঠ থেকে মাত্র ১০ ফিট উঁচু। নিরক্ষবৃত্তের দশ ডিগ্রি দক্ষিণে দুটি বিচিত্র দ্বীপ রয়েছে। মাঝখানে সমুদ্রের ব্যবধান মাত্র পঁচিশ মাইল। দ্বীপ দুটি হল মানিহিকি ও রাকাহান্গা। দুই দ্বীপের অধিবাসী একই জনগোষ্ঠী । পালা করে তারা এক এক দ্বীপে কিছুকালের জন্য থাকে। একটি দ্বীপ যখন জনশূন্য থাকে তখন সেখানে বেড়ে ওঠে শস্য-ফল- মূল। আবার তারা চলে আসে ছেড়ে-আসা দ্বীপে | ভুলে-যাওয়া সেই কোন কাল থেকে এই রীতি চলে আসছে। ওশিয়্যানিয়াকে তিনটি ভৌগোলিক এলাকায় os করা যায়। মেলানেশীয় ছীপপুঞ্জের পশ্চিমবলয়, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার মাইক্রোনেশীয় ছোট ছোট দ্বীপ ৬



Leave a Comment