For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)২০ ব্যবসার নাম শুভবিবাহ আমার মনে হয়, গয়না খোলার সময় বাধা দিয়েছিল মেয়েটা। তারই জবাব হল-_-গলা
টিপে খুন। যাই হোক, বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করলাম। বডি পাঠানো হয়েছে
পোস্ট-মটেমের জন্যে । গলফ (ACTA মে ঠিকানা মেয়ের বাড়িতে পেয়েছিলাম, সেই ঠিকানা
থেকে পরেশ মাঝবয়সী দুজনকে BCS করেছিল । “Slat Sat?” “আইডেন্টিফিকেশনের SCA মেয়ের কাকাকে আনিয়েছিলাম। মেয়ের কাকা বলল-_না,
এরা ছেলের দাদা-বৌদি নয়, অন্য লোক। গল্ফ গ্রিনের ওই বাড়িটা সার্চ করে একটা
বু ফিশ্মের ক্যাসেট পাওয়া গেছে।” 'ওই দুজনের পরিচয় পেয়েছেন ?' ‘S| ফ্ল্যাটটা ওঁদেরই। ওঁরা থাকেন গল্ফ ক্লাবে। বাড়িটা গেস্টহাউস হিসেবে বিভিন্ন
পার্টির কাছে ভাড়া দেন। ওই ভাড়া -করা গেস্টহাউসটাই পাত্রের দাদা-বৌদি, মানে সাজানো
দাদা-বৌদি, নিজেদের বাড়ি বলে চালিয়ে দিয়েছিল | ওর গেস্টহাউস ছেড়ে দিয়েছে পরশুদিন
সন্ধেবেলাতেই।' কিন্তু এই ধরনের গেস্টহাউস তো বাড়ির মালিকরা কোনও একটা রেফারেন্স ছাড়া
দিতে চায় ary? “ঠিক তাই। গেস্টহাউসের মালিক নিরঞ্জন মজুমদার বললেন, গেস্টহাউস ভাড়া দেওয়ার
যাবতীয দায়িত্ব উনি এক ট্রাভেল এজেন্টের ওপর ছেড়ে দিয়েছেন। এজেন্ট তার জানাশোনা
পার্টিকেই শুধু ভাড়া দেয়। সুতরাং ভাড়াটেদের ব্যাপারে বাড়িওয়ালার কোনও মাথাব্যথা
নেই। ফ্ল্যাট ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্যে ওঁরা মাঝেমধ্যে আসেন। কালকের
আসাটাও ছিল ওইরকম।' কৌশিকের কপালে ছোট্ট একটা ভাজ ফুটে উঠেছিল। নিজের মনে বলার ভঙ্গিতে
বলল, “পাকা দলের কাজ!” তারপর প্রশ্ন Saat, 'আপনি ওই ট্রাভেল এজেন্টের খোজ
নিয়েছেন তো ?” 'অবশ্যই। ট্রাভেল এজৈন্সির নাম ট্রিপস্ আ্যান্ড ট্রিপ্স। চিত্তরঞ্জন আযাডিনিউতে অফিস।
এজেন্টের নাম কী যেন সান্যাল। ইনক্যুয়ারিতে পরেশই গিয়েছিল। খাতা খুলে দেখা
গেল-_অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত মাদ্রাজের এক মিস্টার আর মিসেস গুহ
ভাড়া নিয়েছিল। টাকা পয়সা মিটিয়ে দিয়েছে আগেই ।” 'কিন্তু ওদের কোনও রেফারেন্স ছিল না ?” 'ছিল। প্রফেসর মৃদুল ভট্টাচার্য” “কে তিনি?” 'শুনলাম বেশ বড় একজন স্কলার। দেশবিদেশে খুব নাম। তুমি ওর নাম শোনোনি 2” উত্তরে একটু বিব্রত মুখে দু'দিকে মাথা নাড়াল কৌশিক। সবজাস্তার ভঙ্গিতে ইন্সপেক্টর ঘোষরায় বললেন, “তুমি তো খুব পড়াশুনো করা লোক,
তোমার তো ওঁর নাম জানা উচিত ছিল। গত মাসেই ট্রাইবালদের ওপর ওঁর কাজ নিয়ে
মস্ত একটা ইণ্টারভিউ বেরিয়েছে ডেকান হেরাল্ডে ৷” “আপনি কলকাতায় বসে ডেকান হেরাল্ডও পড়ে থাকেন ?'