For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)সময়ে | বিছানায় শুয়ে শুয়ে একদিন আলয়োশা শোনে, তার মা
ও দিদিমার মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। দিদিমা বলেন, ছেলেটাকে মারতে মারতে অজ্ঞান করে
ফেললে, তবুও তুই ছিনিয়ে আনতে পারলি না? যা? -_-আমার ভয় করছিল | -এত বড়ো হয়েও তোর ভয় করে | ছি, ছি, ভারভারা!
আমি বুড়ি হয়েছি কিন্তু আমি ভয় পাইনি fe, ছি! - আমাকে তোমরা একটু রেহাই দাও মা। এসব
আমার ভালো লাগে না। দিদিমা বলেন, ছেলেটার জন্যে তোর €এবটুওভালোবাসা
বা দরদ নেই। আহা, বাপ-মরা! অনাথ ছেলে! যন্ত্রণাভরা গলায় মা চেঁচিয়ে ওঠেন, আমি নিজেও তো
একজন অনাথিনী | বাকি জীবনে আমার আর কী আছে! ঘরের কোণে ট্রানঙ্কের ওপরে বসে ছুজনেই কাদেন। মা বলেন, আলয়োশ| যদি না থাকত তাহলে আমি
এখানে থাকতাম না। অনেক দূরে অন্য কোথাও চলে যেতাম।
এই নরকে আমি আর থাকতে পারি wt এই জায়গা
আমার পক্ষে অসহ্ হয়ে উঠেছে, মা! এখানে থাকবার
মতো মনের জোর আমার নেই | দিদিমা ফিসফিস করে বলেন, আহা, বাছা রে আমার! আলয়োশার মা তারপর আর বেশিদিন এই বাড়িতে ১৩