শুধু গল্প নয় | Shudhu Galpo Nay

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
করল, “দিদি কি তোমার গুটি খেয়েছে?” ওর মা খেয়েছে বলতেই পাপু দুহাতে দিদির চুলের মুঠি টেনে ধরল। * * ae একসময়ে অমর চিত্রকথা দেব দেবীদের নিয়ে বিস্তর বই প্রকাশ করত। তাদের নানা কাহিণী ও অসুরদের যুদ্ধের ঘটনা তাতে চিত্রিত আছে। পাপুকে কয়েকখানা সেই বই কিনে দিয়েছিলাম। ওর অক্ষরজ্ঞান তখনও হয়নি তবুও গভীর অভিনিবেশ সহকারে সেই বইগুলোর ছবি দেখত। সেই ঘটনা ওর শিশুমনে বিস্তর প্রভাব বিস্তার করেছিল। একদিন সবে ভোর হয়েছে এবং পাপুও ঘুম থেকে উঠেছে। ওর মা হাতে ফুলঝাড়ু নিয়ে বসে বসে ঘর ঝাট দিচ্ছিলেন। হঠাৎ পাপু দুহাত জড়ো করে ওর মার ঘাড়ে এক রদ্দা বসিয়ে দিল। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, “কি হল? পাপুর নির্ভীক জবাব, “দেবতাদের সংগে যুদ্ধ” * * *x কিছুদিন পরের ঘটনা। ও একখানা বই হাতে নিয়ে আমার কাছে উপস্থিত হল। রাহ সূর্যকে গ্রাস করার ঘটনা ওর শিশুমনে আলোড়ন তুলেছে। এ নিয়ে বিস্তর ভাবনা চিন্তাও করেছে। শেষ পর্য্যন্ত একটা সমাধানও বের করে ফেলল। ওর সেই বক্তব্য এবং আমার জবাব তুলে ধরছি ঃ --যদি রাহুকে মেরে ফেলি? -_-রাহু অমর, ও মরবে না। --যদি মাথাটা টুকরো টুকরো করে দেই? --তাহলেও বেঁচে থাকবে। --কিস্তু তখন কি আর অন্যকে গিলে খেতে পারবে! * * * বাগানে এক জায়গায় কয়েকটা লাউবীচি বুনে দেওয়া হয়েছিল। কয়েকদিন পরে চারা বের হল। তখন চারপাশে ছোট ছোট কাঠি পুঁতে ঘিরে দেওয়া হল যাতে শামুক সেখানে ঢুকতে না পারে। পাপু সেদিকেও সতর্ক নজর রাখত। নিজে সেই ঘেরা জায়গার মাঝখানে দাঁড়িয়ে সকলকে সতর্ক করত, “এখানে ঢুক্বি না, এখানে গাছ বোনা আছে ফু * * রত্না তখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সেখানে ম্যজিক প্রদর্শনী হবে। ছোট ভাইবোনদের সঙ্গে নিয়ে যেতে বলেছে। কিন্তু তবুও পাপুর উৎসাহ নেই। জিজ্ঞেস করাতে বলল, “যদি পড়া জিজ্ঞেস করে?” * = * ১৬



Leave a Comment