মোগল-বিদুষী [সংস্করণ-২] | Mogal-bidushi [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
গুল্বদন্‌ হুমায়ূন্‌ তখন অতি ক্ষণ, জীবনী-শক্তিহীন ; ঘোর অচেতন অবস্থা হইতে মাঝে মাঝে চেতনার কুলে উত্তীর্ণ হইতেছেন বটে, কিন্ত সে মুহূর্তের জন্য। জীবনের কোন আশা নাই বলিয়া চিকিৎসকগণ মত প্রকাশ করিয়াছেন। পুত্রের অবস্থা দেখিয়া করুণারপিনী মাহমের স্নেহার্জ কোমল হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে- fea কিন্তু বাদৃশাহের বিহ্বলতা দেখিয়া তাঁহাকে আত্মসংবরণ 'করিতে হইল ৷ সমাটুকে Atel দিবার জন্য বলিলেন,--“জ হাপনা, অপনি কেন আমার পুত্রের জন্য আফুল হইতেছেন ? আপনি arene, আপনার আরও কত পুত্র; তাহাদের মুখ চাহিয়া হৃদয়কে শান্ত করুন। আমি যে কাতর হইতেছি, তাহার কারণ, আমার সবে এক পুত্র--এই Satya!’ বাঁধর বলিলেন,--মহিযী, তুমি যাহা! বপিতেছ, সব সত্য -আমার আরও পুত্র আছে; কিন্তু তোমার গর্ভঙ্জাত এই পুত্রটিকে আমি যত ভালবাসি, এত ভাল, আমি আর কাহাকেও বাসি al: aay হুমায়ূন্‌ নীরোগ, get, দীর্ঘজীবী হয়, ইহাই আমার প্রার্থনা; আর পুত্রগণের মধ্যে একমাত্র সে-ই আমার সাম্রাজ্যের অধিকারী হয়, ইহাই আমার কামনা; কেন না আমি আর কাহাকেও তাহার সমকক্ষ মনে করিনা” বাদ্শাহ, কোনক্রমেই সাত্বনালাত করিতে পারিলেন না। মৃত্যুর করালছায়াঙ্কিত পুত্রের ater মুখচ্ছবি নিরীক্ষণ করিতে করিতে তিনি যথন দিশাহারা হইয়া পড়িয়াছেন, তখন একটি কথা শুনিয়৷ তিনি যেন অন্ধকার অকুল-পাথারে আশার আলো >



Leave a Comment