সেরা ৫০টি গল্প | Sera Panchasti Galpa

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
চেয়েছি। কেননা মানবিকতা এবং মূল্যবোধের বিকাশ ছাড়া কোনও দেশ বাঁচতে পারে না। এই দু'টি দিকে নজর দিলে ভারতবর্ষ অনিবার্য পতনের হাত থেকে বেঁচে যাবে। এই সংকলনে গৃহীত পঞ্চাশটি গল্পকে আমার সময়, আমার পঁচাত্তর বছরের অভিজ্ঞতা এবং আমার উপলব্ধির কিছুটা প্রতিফলন বলা যেতে পারে। টালমাটাল রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পটভূমিতে বিভিন্ন স্তরের, দেশের বিভিন্ন প্রান্তের. মানুষের সঠিক অবস্থানটি কোথায়, তাদের অস্তিত্বের নানা সংকট, মানসিক ক্ররিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে বাইপ্লের অভিঘাতে তারা কীভাবে বিপর্যস্ত হচ্ছে বা বিপর্যয়ের মধ্য থেকে কীভাবে ঘটছে তাদের উত্থান-_বেশির ভাগ গল্প সেদিকে চোখ রেখে নির্বাচন করা হয়েছে। গল্পগুলি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করার অভিপ্রায় আমার নেই। পড়ার পর যদি পাঠক এগুলোর মধ্যে নিহিত আমার বক্তব্য বা অভীষ্ট ধরতে না পারেন, বুঝতে হবে আমার প্রয়াস Ae! গল্পগুলি নিজেরাই তাদের সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিতে পাববে। ₹কেলনের বেশ কয়েকটি গল্পের প্রথম প্রকাশের সাল-তারিখ জোগাড় করতে না-পারায় সঙ্গতি রাখার জন্য কোনও গল্পের পাশেই প্রথম প্রকাশকাল দেওয়া হল না। ঙ উনিশ শো চুয়ান্নয় আমার প্রথম গল্প প্রকাশিত হয়। তার পর Paty বছর ধরে লিখেই চলেছি। এই সংকলনের গল্পগুলি প্রকাশিত হয়েছিল ‘cor’, “আনন্দবাজর পত্রিকা', ote, feu’, 'শিল্প ও সংস্কৃতি", “বর্তমান. যুগান্তর” “প্রসাদ” 'উল্টোরথ"”, Aree’, 'আমার সময়, “APTS, 'অমৃত,, শনিবারের চিঠি” “মুখপত্র”, 'নবকল্লোল*” “পরিচয়”, 'গল্পপত্র' ইত্যাদি পত্রিকার কোনও বিশেষ বা শারদীয় সংখ্যায় | CR)



Leave a Comment