এইসব দিনরাত্রি | Eishob Dinratri

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নীলু তার শ্বশুরকে খুব ভালমতই চেনে। লিকার চা একচুমুক খেয়েই তিনি বলবেন-_ একচামচ চিনি দাও তো মা। চিনি দেবার পর বলবেন--আধচামচ দুধও দাও, কেমন কষা কষা লাগছে চা-টা। জ্বাল বোধ হয় বেশী হয়েছে। নীলু চায়ের কাপ নিয়ে ঢুকে দেখল হোসেন সাহেব বাবুকে কোলে নিয়ে বসে আছেন। তিনি Tes দেখে লজ্জিত ভঙ্গিতে বললেন--হাত পা নাড়ানাড়ি করছিল। ভাবলাম উঠে পড়ে কি না। কোলে নিতেই শান্ত। £ চা নিন বাবা। চায়ে চুমুক দিয়ে হোসেন সাহেব তৃপ্তির স্বরে বললেন-_ আহ্‌, ফাস ক্লাশ চা হয়েছে মা, একটু বোধ হয় চিনি দিয়েছ? £ এক চামচ দিয়েছি। £ ভাল করেছ। বিনা চিনির চা বিষের মত লাগে। নীলু বলল-_সিগারেট খাবেন? দিব! £ দেখি দাও। তোমার শাশুড়ী উঠে না পড়লে হয়। £ উনার উঠতে দেরী আছে। নীলু ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট বের করল। হোসেন সাহেব এবং নীলুর মধ্যে এই গোপন ব্যাপার আছে। মনোয়ারা যখন ঘুমিয়ে থাকেন কিংবা বাইরে কোথাও যান তখন (হাসেন সাহেব ইতস্ততঃ করে বলেন-বৌমা, দেখ তো দেখ তো সফিক তার সিগারেটের প্যাকেট ফেলে CTR কিনা। ফেলে গেলে দাও এক্টা। সফিক সিগারেটের প্যাকেট ফেলে যাবার লোক না। নীলু তার শ্বশুরের জন্যে সিগারেট আনিয়ে আলাদা লুকিয়ে রাখে। মাঝে মাঝে সফিকের ছোট ভাই রফিক সেখানে ভাগ বসায়। £ ভাবী, গোপন জায়গা থেকে একটা সিগারেট ছাড় তো। নীলু এড়িয়ে যাবার চেষ্টা করে-আমার কাছে নেই। ঃ£ দাও না ভাবী, প্লীজ । এ রকম কর কেন! উপায় নেই দিতে হয়। রফিক আয়েস করি সিগারেটে টান দিয়ে বলে-তোমার চেহারা এত মায়া মায়া কিন্তু আচার-আচরণ এত কঠিন কেন? £ কঠিন কোথায়। দিলাম তো একটা। £ তুমি বলেই একটা দিলে। পৃথিবীর অন্য সব ভাবীরা গোটা একটা প্যাকেট আনিয়ে দিত। £ তাই নাকি? £ tl এখন শোন ভাবী, তুমি তোমার মেয়েলী বৃদ্ধি দিয়ে একটা সমস্যার সমাধান কর। একটা কঠিন সমস্যা। '" রফিক Brees একটা সমস্যা হাজির করবে। সেই সমস্যার কোন আগা নেই মাথা নেই। যেমন গত সপ্তাহেই সে গম্ভীর মুখে বলল-_আচ্ছা ভাবী, ধর একটা ছেলের একটা a Peo | খুবই পছন্দ। রীতিমত 'লভ' যাকে_বলে। এখন ছেলেটা HONS সেই কথাটা বলতে চায়। বা নিজের অনুভূতির ব্যাপারটা মেয়েটাকে বুঝতে দিতে চায়। কি ভাবে সেটা করা Cbs? —



Leave a Comment