অর্থ-তত্ত্ব [সংস্করণ-১] | Artha-tattwa [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
জাতীয় আয় ১৩ খে) আয়্দ্রমারী পদ্ধতি বা উপাদান-পাওনার sal (Census of Income Method or The Factor Payments Total) এক বৎসরে দেশের, (ক) সমগ্র মজুরি, মাহিনা, ইত্যাদি (a) সকল ফার্য বা ব্যবসায়ের নীট আয় ( মজুরি মাহিন| ইত্যাদি বাদ দিয়া, কারণ তাহা অন্যত্র ('ক'-তে ) হিসাব করা হইয়াছে )?; (গ) সকল খণ হইতে নীট সদ; এবং (ঘ) সকল নীট খাজনা, এই সকল যোগের দ্বারা জাতীয় আয় পরিমাপ করা BCA | এই ভাবে জাতীয় আয় পরিমাপ করিতে হইলে কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বন FA দরকার। (ক) হস্তাম্তর-পাওনাসমূহ (Transfer Payments) বাদ দিতে হইবে। যেমন, একখণ্ড জমি বিক্রয় হইলে সেই পাওনা জাতীয় আয়ের গণনার মধ্যে আসিবে না; কারণ তাহা কোন নূতন আয় নহে, কোন নুতন উৎপন্ন দ্রব্য-সামগ্রীর অর্থ মূল্য নয়। ভিক্ষুকের আয় বা কোন দান-গ্রহণও গণনার মধ্যে আসে না, কারণ ওইক্ূপ আয় কোন দ্রব্য সামগ্রীর উৎপাদন ধারায় কাজ করিবার দরুণ WE হয় না। কোন দ্রব্যোৎপাদন বা কোন কাজকর্মের দরুণ যে আয় তাহাই জাতীয় আয়ের হিসাবের মধ্যে আসিবে। (খ) মালিকের নিজের যে সকল উপাদান ( যেমন নিজের বাড়ী, জ/ম, পরিচালন ক্ষমতা বা মুলধন ) উৎপাদন কার্ষে নিযুক্ত হয়, তাহাদের বাজার- দরের হিদাবে অর্থ-মূল্যে রূপান্তরিত করিয়৷ গণনার মধ্যে আনা প্রযোজন। (গ) বিনা দামে যে সকল দ্রব্য বা কার্যাদি পাওয়া যাইতেছে ৷ যেমন, বাড়িতে স্ত্রীলোকের কাজ বা নিজের বাগানের তরী-তরকারী ) তাহাদের কোন আয বা Sig a না৷ হওয়ায়-জাতীয় আয়ের গণনার মধ্যে আনা হইবে না। (ঘ) ফার্মের মোট মুনাফার যে অংশ মজুত -তহবিলে (Reserve Fund) জমাইযা রাখা হইয়াছে ( অর্থাৎ যাহা লভ্যাংশ হিসাবে শেযার-ক্রেতাদের আয স্ষ্টি করে নাই ), তাহাও যোগ দিতে হইবে। কারণ আয় হিসাবে ব্যক্তিদের হাতে না গেলেও ও মূল্য দেশে AL হইয়াছে। (গ) ভোগণালসঞ্চয় পদ্ধতি বা ভোগসঞ্চয়ের সমষ্টি (Consumption- Saving Method or The Consumption Savings Total) সকল ব্যক্তির ক্ষেত্রেই আয়ের এক অংশ ভোগ্যদ্রব্য ক্রয়ে ব্যয় হয় এবং BHT অংশ সঞ্চয় BW তাই এক বৎসরের মধ্যে সমাজের মোট ভোগ ব্যয়



Leave a Comment