জীবনানন্দ সমগ্র [খণ্ড-১] | Jibanananda Samagra [Vol. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সেখান থেকে বাসে এঁ মোড়ে নামিয়ে দিল--কুলি পেলুম না, তবে সঙ্গে জিনিস বেশি নেই--একটা সুটকেশ আর-_ “তোমার পরিবার কোথায় ? বাপের বাড়িতে ?' “না, আমার ওখানেই আছে, জলপাইহাটতে ।' 'কলেজ কি বদ্ধ হয়ে গেল তোমার ?' “হয় নি এখনও ; এক মাস ছুটি নিয়ে এসেছি। এ ছুঁটিটা তোমার এখানেই কাটবে, তুমি এ বাড়িতে এক] আছে] তো ? আমি একটু নিরিবিলি চাচ্ছি জিতেন ৷ তুমি এত রাতে নাচে কী করছিলে ? দোতলার দক্ষিণদিকের সেই ঘরটায় থাকো না আজকাল ?' Sit আমি ওপরে শুয়ে পড়েছিলুম। কড়া নাড়ার শব্দে নীচে নেমে এসেছি । এমনিও Aga! ঘুম হচ্ছিল না, কয়েকটা দরকারি ফাইল নীচে পড়ে ছিল--ওপরে নিয়ে যেতে হবে” জিতেন দাশগুপ্ত ফাইলগুলোর দিকে চোখ ফিরিয়ে নাড়াচাড়া করতে-করতে বললে, “কাল সাতটার সময় অফিসে যেতে হবে, এখন রাত একটা ৷ নিরিবিলি চাচ্ছে নিশীথ !' জিতেন দাশপুপ্তের সমীচীন মুখ বেশ ভাল মানুষের মতন দেখাচ্ছিল ৷ মুখের গাম্ভীরর ভিতর থেকে একটু হাসি চলকে উঠল। ‘AS মফস্বলের মানুষ কলকাতায় এসে আজকাল | নিরিবিলি | খোঁজে- নিশীথ সেন বারান্দার থেকে সুটকেশটা টেনে ঘরের ভিতরে এক কিনারে ফেলে রেখে বেড়িংটা নিয়ে এল, বললে, ‘AL AY আজকাল নয়, মান্যষের সঙ্গে চলব, ফিরব, fre, কিন্তু তবুও নিজের মনে নিজে থাকব ।' ‘Sn, তারই মানে তাই। আমার বাড়িটা'-_জিতেন দাশগুপ্ত ফাইল উল্টেপান্টে বললে,-_-'ভারি গলদ তো, বড়ড irregular! তরফদারের কাজ | কাল অফিসে এলেই ওকে আমি-_' ফাইলগুলে] ঠেলে একপাশে সাজিয়ে রেখে নিশীথের দিকে তাকাল দাশগুপ্ত ৷ চোখের থেকে চশমাজোড়া খুলে নিয়ে আধো অন্ধ চোখে নিশ।খের দিকে খুব ভরসা ভরে তাকিয়ে জিতেন বললে, “যা চাও তাই পাবে, আমার বাড়িটা খুব ঠাণ্ডা । লোকজন নেই--আমি আর আমার স্ত্রী ।' ‘coma স্ত্রী ! নিশীথ যেন অন্ধকারে বুকে কিল থেয়ে নিজেকে সামলে নিয়ে সিধে মুখে বসে রইল নিজের সুটকেশটার দিকে তাকিয়ে। অন্য ২



Leave a Comment