বিবাহিতা স্ত্রী | Bibahita Stri

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পিতৃত্ব কি ইচ্ছে করলেই সকলে ভোগ করতে পারে? সে-ই কি পেরেছিলো এগারো বছর আগে ? ধীরে-ধীরে কোরকের পাপড়ি খুলতে লাগলে! একটি-একটি ক'রে। একটি-একটি বছর বাড়তে লাগলো ভয় কাটলো, বিশ্বাস এলো, নিশ্বাস ছেড়ে স্থথাময়ী ভাবলেন, তা হ'লে ও রইলো ? সত্যি রইলো ? ৩ শত্রুর মুখে ছাই দিয়ে সতেরো বছরে পা দিলো প্রমীলা। বয়সের তুলনায় বলিষ্ঠ হ'লো বেশি, বুদ্ধি Veal কম, কিন্তু দাপট হলো প্ররল। এইবার খুব ভালো একটা ATH এলো তার। কী-এক অজান৷ ভয়ে কেঁপে উঠলেন VAT | টে এই ক'বছরে প্রায় বুড়ো হ'য়ে গেছেন তিনি। স্বামীর রাজস্থে যদি-বা কিছু স্বাধীনতা ছিলো মেয়ের রাজত্বে এসে একেবারে চোরেরও অধম। তবু,হাজার হোক সন্তান তো, ভালে! তো বাসেন, ভালো-মন্দের কথা কিছুতেই না-ভেবে পারেননি। আর যতবার কিছু করতে গেছেন বা বলতে গেছেন ততবারই ধাক্কা খেয়েছেন জোরে । প্রমীলা লেখাপড়া শিখুক এটাই হলো তাঁর প্রথম যুদ্ধ। বলাই বাহুল্য, সেখানে তিনি সর্বতোভাবে হেরে গেলেন। লেখাপড়ায় প্রমীলার মাথা ছিলো না, প্রমীলার বাবাও সেটাকে খুব জরুরি কিছু ব'লে গণ্য করতেন না জীবনে । অতএব অনেক অশান্তি অনেক চোখের জলের অপব্যয় ক'রে বাল্যশিক্ষাতেই মেয়ের শিক্ষা সমাপ্ত করতে হ'লো তাঁকে। তারপর স্থধাময়ী মন দিলেন স্বভাব-সংশোধনে। শাসন করতে চাইলেন, বললেয্ন, “এ কি ভালো ? এই আদর তো আদর নয়, শত্রুতা ।'



Leave a Comment