তুমি মধু মঞ্জরী | Tumi Madhu Manjari

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১৮ তুমি মধু মঞ্জরী কী করে? ঘরে মোটা ভাত-কাপড়ের সংস্থান আছে তো?' 'তা মোটামুটি আছে বৈকি ।' 'আমি বাবা কিছুই চাইনে, যদি মেয়েটা দুটো খেতে-পরতে পায়। এই বলে তিনি সবই চেয়েছেন। “তা ছেলেটি কেমন?” গলা বাড়িয়ে ঘন হয়ে এগিয়ে এসেছেন নির্মলের কাছে নির্মল পরম উদাসীন থেকে বলেছে, “লোকে তো ভালোই বলে। 'জমি-জমা কিছু-_' NS আছে, বছরের ধান হয়। পাকা বাড়ি আছে 'আহাহা। তবে তো চমৎকার। দেখতে-শুনতেও বোধহয়-_' 'তা মন্দ কী--রং ফর্শা, মুখ-চোখও ভালো, আর স্বাস্থ্য এমন যে একদিন তার একটু সর্দিও হয় ay! 'আর স্বভাবচরিত্র ?' “অতিশয় ভালো ।' 'সংসারে আর-আর আছে কে? ক'টি ভাই-বোন?” 'না, সে-বিষয়েও নির্বস্জীাট। টুনি খুব সুখে থাকবে সেখানে ।' গদ্গদ ননীবালা একেবারে চুপড়ি-টুপড়ি ফেলে এলিয়ে গেছেন, চাকরি-বাকরি কয়ে কিছু?' “তাও করে। মাইনেও ভালো । 'আমার Gira কি এতো ভাগ্য হবে?” হাত জড়িয়ে ধরেছেন নির্মলের, 'এমন সোনা; টাদের হাতে দেবার যোগ্যতা কি আমার আছে?” “কেন থাকবে না কাকিমা?' নির্মল একেবারে দৃঢ় প্রত্যয়ের সুর ছেড়েছে-_'টুনিকে আপ1 অত ছোটো করে দ্যাখেন কেন? আমি তো ভাবছি সেই ছেলেরই কি এতো যোগ্যতা আছে দে সে টুনিকে পাবে?” 'কী যে বলো তার ঠিক নেই। তুমি তাকে বলেছো তো বাবা আমাদের কী অবস্থা? St) এ-সবই সে জানে কিছুই যে দিতে-থতে পারবো না-_ “দরকার SI 'তাহলে তুমি এক্ষুনি ঠিক করে দাও | বলো, কবে নিয়ে আসবে তাকে মেয়ে CHATS 'একগ্রানের ছেলে, মেয়ে তো তার দেখা।' "দেখা! কবে দেখেছে ?' ‘CASS তো দ্যাখে।' 'রো-জ দ্যা-খে!” এবার টুনির মা একদৃষ্টে তাকিয়ে থেকেছেন নির্মলের মুখের দিকে, ধীরে ধীরে বলেছেন, “তার নাম কী বলতে পারো?” মৃদু হেসে মাথা নিচু করেছে নির্মল, 'আমাকে যদি অপছন্দ না করেন--" 'তোমাকে !' 'মাস্টারমশাই যদি--'এবার ঘন-ঘন মুখ মুছেছে সে, বারে-বারে লাল হ'য়ে উঠেছে কান “তোমাকে অপছন্দ করবো!” টুনির মা তেমনি অপলকে তাকিয়ে থেকেছেন তার মুখে দিকে।



Leave a Comment