For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)আঙ্ল দিয়ে সিঁড়ি দেখিয়ে দিয়ে লিফট্রম্যান আমাকে বার করে
দিয়েছিল। এবং তার আগে জানিয়ে দিয়েছিল, এই লিফট কেবল
সায়েব এবং বাবুদের জন্যে । “তোমার মতো নবাববাহাছ্রদের
সেবা করবার জন্যে কোম্পানি আমাকে মাইনে দিয়ে রাখেনি” সে
বলেছিল । সত্যিই তো, আমাদের মতো সামান্য ফেরিওয়ালার জন্যে কেন লিফট
হতে যাবে? আমাদের জন্যে তো পাকানো সিঁড়ি রয়েছে, হেঁটে হেঁটে
উপর-তলায় উঠে যাও | তাই করেছি । কোনো অভিযোগ করিনি-_নিজের অদৃষ্টের কাছেও,
নয়। ভেবেছি, সংসারের এই নিয়ম। উপরে উঠবার fares সবার
FY নয়। দিনটাই খারাপ ate একটাও বিক্রি হয়নি। অথচ তিন আনা
খরচ হয়ে গিয়েছে। এক আনা সেকেও ক্লাশের ট্রামভাড়া, এক আনার
আলু-কাবলী | তারপর আর লোভ সামলাতে পারিনি। বেপরোয়া
হয়ে এক আনার ফুচকা খেয়ে ফেলেছি। খুব অন্যায় করেছি । ক্ষণেকের
দুর্বলতায় এক আনা পয়সা উড়িয়ে দিয়েছি। ' আপিসে ঢুকে টেবিলের তলায় তাকিয়েছি। সব টেবিলের তলায়
ঝুড়ি রয়েছে। দরজার গোড়ায় এক প্রৌঢ়া মেমসায়েব কাজ করছিলেন |
আমাকে দেখেই বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, “কী চাই 9” বললাম, “ওয়েস্ট-পেপার বাস্কেট। ভেরি গুড ম্যাডাম। ভেরি সং,
oe ভেরি ভেরি ডিউরেবল |” কিন্তু বক্তৃতা কাজে লাগলে! না। মেমসায়েব তাড়িয়ে দিলেন এ
TTS পা ছু'টোকে কোনোরকমে চালিয়ে বাইরে এসে দীড়ালাম। আপিসের দরজার সামনে বেঞ্চিতে বসে ইয়া গোৌঁফওয়াল! এক
হিন্দুস্থানী দারোয়ান খৈনি টিপছিলেন ৬, মাথায় Sta বিরাট পাগড়ি ।
পরনে সাদা তকমা। বুকের কাছে ঝক্ঝকে পিতলের পাতে কোম্পানির
নাম জ্বল জ্বল SAG | দারোয়ানজী আমাকে পাকড়াও Saves) জিজ্ঞাসা! করলেন, একটা
ঝুড়ি বিক্রি করলে আমার কত থাকে | ১৫