কবিতার ক্লাস [সংস্করণ-৬] | Kabitar Class [Ed. 6th]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তার একটা ছন্দ আছে | অন্যজন, তখনও তার ভয় কাটেনি, ঝাড়া তিন মিনিট চোখ বুজে দাড়িয়ে রইলেন । তারও একটা ছন্দ আছে। ছন্দ আছে সব-কিছুতেই | নাতিবিখ্যাত কিন্তু অতিশক্তিমান এক বাঙালি প্রাবন্ধিকের লেখায় দুই ভদ্রলোকের eee ভমণের বর্ণনা দেখেছি। একজন মোটা, অন্যজন cin! একজন ঘেতঘে1ত করে টেন, অন্যজন পন্পন্‌ করে ইাটেন | এই দুই রকমের হাঁটারই ছন্দ আছে | আলোচনাকে এবারে কিছুটা উচ্চস্তরে উঠিয়ে আনি । রবীন্দ্রকাব্যের নায়িকা মাকে জিজ্ঞেস করছেন, “কী ছাদে কবরী বাঁধি লব আজ” | কেউ জানে না, শেষ পর্যন্ত তিনি কোন্‌ কায়দায় খোঁপা বেঁধেছিলেন | কিন্তু যে-কায়দাতেই Tee, তাতে ছন্দ নিশ্চয়ই ছিল ৷ ছন্দ যেমন টান- খোঁপাতে আছে, তেমনি এলো-খোঁপাতেও আছে । চুড়ো-খৌপাতেও আছে, আবার লতানে-খোঁপাতেও আছে | ছন্দ আছে সর্বত্র। কুঁড়েঘরেও আছে, আবার আকাশ-ছৌয়া অট্টালিকাতেও আছে ৷ sete টাদপানা মুখেও আছে, আবার পাওনাদারের হীড়িপানা মুখেও আছে | চেয়ারে বসে ফাইল সই করাতেও আছে, আবার ঘাম ঝরিয়ে মোট বওয়াতেও আছে | আজ সকাল থেকে এলোমেলো হাওয়া দিচ্ছে । এর একটা ছন্দ আছে | আবার হাওয়া যখন মরে যাবে, এবং গাছের পাতাটি পর্যন্ত নড়বে না, তখন তারও একটা ছন্দ থাকবে | চোখের সামনে আমরা যা-কিছু দেখি, যা-কিছু শুনি, তার সব-কিছুতেই-_সমস্ত চলায়, সমস্ত বলায়, সব রকমের কাজে কিংবা BSH ছন্দ রয়েছে | ছন্দ মানে এখানে ঢং কিংবা ডৌল কিংবা রীতি | সেটা কোথায় নেই ? এ-বাড়ির fifa বলেন, ও-বাড়ির নতুন বউয়ের চলনে নেই | কিন্তু সেটা রাগের কথা । আসলে 'ও-বাড়ির নতুন বউয়ের চলনেও একটা ছন্দ আছে ঠিকই, তবে কিনা এ-বাড়ির গিন্পির সেটা ভাল ঠেকছে না। যা বলছিলুম | গাড়ি, বাড়ি, চলা, বলা, মাঠ, নদী, মেঘ, পাহাড়-_ লব-কিছুরই একটা-না-একটা ছন্দ আছে। আছে কবিতারও ৷ কিন্তু ১৬



Leave a Comment