সত্তর বৎসর আত্মজীবনী | Sattar Batsar Atmajibani

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সত্তর বৎসর ১৮৫৭-১৯২৭ (১) বকৈফিয়ৎ গত ২২শে কান্তিক (১৩৩৩৬) সত্তরে পা দিয়াছি। এদেশে এ কালে সত্তর বছর বীচিয়া থাক] কম কথা নহে। কেবল বীঁচিয়া থাকারই একটা আনন্দ আছে। সংসারের ছুংখ-দারিদ্্য শোক-তাপ কিছুতেই এই আনন্দকে একেবারে নষ্ট করিতে পারে না। অতিশয় VASA যারা এই জন্য তারা পর্য্যন্ত অশেষ কষ্টের মধ্যেও জীবনকে আঁকড়াইয়] ধরিয়| থাকে। নানা সুখ-দুঃখের ভিতর দিয়া এই জীবন কাটিয়াছে; কিন্তু সেসকল জীবনের আনন্দকে নষ্ট করে নাই। এই দীর্ঘ আয়ুর জন্য ভগবানের চরণে কৃতজ্ঞতা সহকারে অসংখ্য প্রণিপাত করি। এ জগতে আসিয়া] ভারতবর্ষে জন্মিয়াছি ইহা সৌভাগ্যের কথা। আবার যদি এই সংসারে জন্মিতে হয়, তাহা হইলে এই ভারতবর্ষেই জন্মিতে চাই, স্ুখ-সমৃদ্ধিশালী অন্য কোন দেশে জন্মিতে চাহি না। এই ভারতবর্ষের মধ্যে এই বাংলা act জন্মিয়াছি, ইহা আরও সৌভাগ্যের কথা। সর্বোপরি এই বাংলা দেশে এযুগে জন্মিয়াছি ইহ] পরম সৌভাগো্যের কথা। যৃত জাতি কি করিয়] নবজীবন প্রাপ্ত হয় এযুগে এই বাংলা দেশে STA তাহা স্বচক্ষে অনেকটা দেখিয়াছি! এ পরম সৌভাগ্য সকলের ঘটে না। সকলেই বলেন, ভারতবর্ষের এই নবযুগের প্রবর্তক মহাপুরুষ রাজ! রামমোহন রায়। রামমোহনকে দেখি নাই, আমার জন্মের চব্বিশ বৎসর পূর্বে রাজ! বিদেশে বিভূমে দেহরক্ষা করেন। শৈশবে বাবার



Leave a Comment