বাংলা আখ্যায়িকা-কাব্য (১৮৫০-১৯০০) | Bangla Akhyayika-Kabya (1850-1900)

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
lief? আলোচিত হইয়াছে। ইহাদের পটভূমিকায় মে যুগে রচিত আখ্যায়িকা- কাব্যগুলির বিচার করিতে fan তাহাদের পাঁচ ভাগে বিভক্ত করিয়াছি (১) পোৌঁরাণিক বা দেবদেবীমাহাত্ম্যজ্াগক কাব্য (২) জীবনী-কাব্য (৩) ইতিহাসাপ্রিত বা দেশপ্রেমমুখ্য কাব্য (৪) প্রণয়মূলক বা আদ্বিরসাত্মক কাব্য (৫) গাথা বা নবীন রোমাট্টিক কাব্য | পরবর্তী পরিচ্ছেদগুলিতে ইহাদেরই এক-একটি ধারাকে অবলম্বন করিয়া যে-সকল কাব্য পাওয়া গিয়াছে তাঁহাদের আলোচনা! করিয়াছি। সর্বংসমেত ৬৮ জন লেখকের ৯৬ খানি গ্রন্থ প্রস্তুত নিবন্ধে আলোচিত হইয়াছে। এই আলোচনায় আমি কোন প্রকার দার্শনিক বা সাহিত্যিক তত্বকথা বলিবাঁর প্রয়াস পাই নাই এবং মেরূপ আলোচনার কোন স্থানও আছে বলিয়া wa করি নাই । আমার কা প্রধানতঃ, যে বিলুপ্ত ও বিলুণ্তপ্রায় গ্রন্বগুলি একদা বাঙালী পাঠকের অল্পবিস্তর মনোরঞ্জন করিয়াছিল, সেগুলির সংক্ষিধত বিবরণ প্রদান--তাহাদ্বের মধ্যে পরস্পর সম্পর্ক মির্ণয় এবং বাংলা সাহিত্যের পূর্বাপর ইতিহাসের সহিত তাহাদের সংযোগস্থত্র আবিষ্কার। এই মিৰদ্ধে আলোচিত আখ্যায়িকা-কাব্যগুলির মধ্যে অধিকাংশেরই কোন রকম স্থায়ী মূল্য নাই এবং সেগুলি যে বর্তমানকালে পাঠকসমাজের উপেক্ষিত তাহাও অন্যায় বলিতে পারি না। কিন্তু একদা যে প্রচেষ্টার ফলে এই আখ্যায়িকা কাবাগুলি উদ্ভুত হইয়াছিল সেই প্রচেষ্টার এতিহাসিক মূলা আছে। আমার এই আলোচনা! সেই এঁতিহাগিক মূল্য যাচাই করিবার উপাদান যোগাইবে_ এই উদ্দেশ্য লইয়াই নিবন্ধটি রচিত হইয়াছে। আলোচিত গ্রন্থগুলির অধিকাংশই gett সেগুলি সংগ্রহ করিতে বিশেষ আয়াম করিতে হইয়াছে। তবুও যে সবগুলি দেখিতে পারিয়াছি এমন দাবী করিব a তবে যে-মব বই দেখি নাই তাহা ভারতবর্ষের কোন সাধারণ বা প্রাতিষ্ঠানিক গ্রন্থাগারে অথবা ব্যক্তিগত সংগ্রহে আছে বলিয়া সন্ধান পাই নাই। আলোচনা! আমার সাধ্যমত সম্পূর্ণ করিতে চেষ্টা! করিয়াছি। কলিকাতা প্রভাময়ী দেবা ২৮শে ফাল্গুন, ১৩৬৪



Leave a Comment