নিবেদিতা লোকমাতা [খণ্ড-৩] [সংস্করণ-১] | Nivedita Lokmata [Vol. 3] [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রথম অধ্যায় নিবেদিতার নানাপ্রকার বৈপ্লবিক সম্পর্ক নিবেদিতা সম্বন্ধে সর্বাধিক বিতর্কিত বিষয়-_গুপ্ত আন্দোলনের সঙ্গে তাঁর সম্পর্কের রূপ । এ-বিষয়ে তাঁর পত্রে যেসব উল্লেখ বা ইঙ্গিত আছে, তাদের কিছু কিছু এখানে উপস্থিত করব | চিঠিপত্রে কেউ খোলাখুলি এইসব বিপজ্জনক বিষয়ের আলোচনা করে না | তবে বর্ণনাভঙ্গি থেকে, কিছুটা বিষয়বিন্যাস থেকেও, লেখকের মনোভাব অনুমান করা যায় | > ॥ নিবেদিতার চিঠিপত্রের উপর পুলিশের নজর নিবেদিতার উপর পুলিশের প্রখর দৃষ্টি ছিল-_সে সম্বন্ধে অনেক সংবাদ তাঁর পত্রে আছে | স্বামীজীর জীবনকালেই, যখন নিবেদিতা সবে ওকাকুরার সঙ্গে বৈপ্লবিক রাজনীতিতে লিপ্ত হয়েছেন, তখনই, © মার্চ, ১৯০২, লিখেছেন: “পুলিশ আমার চিঠি খোলার অনুমতি পেয়েছে-_-এইকথা জানিয়ে আমাকে সতর্ক ক'রে দেওয়া হয়েছে । আমি অবশ্যই পুলিশের নেত্রসুখকর বস্তু তোমার কাছে লিখতে আগ্রহী নই ।” এই বিষয়ে নিবেদিতাকে আমৃত্যু সতর্ক থাকতে হয়েছে | অজস্র চিঠিতে তিনি প্রসঙ্গটির উল্লেখ করেছেন | তাঁর পত্র থেকে জেনেছি, পুলিশের চোখ এড়াতে তিনি সরাসরি ডাকে না পাঠিয়ে ars বা অন্য এজেন্ট মারফত চিঠি পাঠাতেন | এক্ষেত্রে অপরকে সাবধান হতে বলেছেন, এবং ভিন্ন-ঠিকানায় ও ভিন্ন-সামে চিঠি পাঠিয়েছেন; চিঠির ভাষাকে অস্পষ্ট করেছেন : 'কোড্‌' ব্যবহারও করেছেন, কোড্‌ মাঝে মাঝে বদলেছেনও ; পুলিশের চোখে ধুলো দেবার জন্য সাড়ম্বরে বলেছেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন; তাঁর ডায়েরির বিষযে বোনকে সতর্ক করেছেন : গোয়েন্দারা কিভাবে চিঠি খুলে পড়ে, তার বিবরণ দিয়েছেন; জঘনাভাবে ছিড়ে চিঠি পড়াব বিরুদ্ধে পোস্টমাস্টার-জেনারেলের কাছে প্রতিবাদ জানিয়েছেন | নিবেদিতার চিঠি থেকে এইসব বিষয়ে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া যাক : “[জগদীশচন্দ্রের বিজ্ঞানকে সরকার 'রাজনৈতিক' মনে করে--একথা বলার পরে-_] যাই হোক, তুমি যেভাবে 'রাজনীতি' কথাটা বলে ফেলো, তা চিঠিতে আর বলবে না, কেননা কোনো ডিটেকটিভ তোমার চিঠি পড়ে নিঘতি বলে বসবে, 'এই মহিলা জানেন যে, তাঁর পত্র-প্রাপক রাজনৈতিক কার্যকলাপে নিয়োজিত, যিনি নির্ঘাত খুব মারাত্মক ব্যাপারে লিপ্ত আছেন, নচেৎ কেন আমি তার হদিশ করতে পারছি না ।” বস্তুতপক্ষে আমি রাজনীতিতে নেই, কিন্তু সেই ভাবটি বাইরে ছড়াতেও পারছি না । সুতরাং এঁ [রাজনীতি] কথাটি যেন তোমার চিঠিতে কদাপি ন] থাকে 1” [৩-৪-১৯০৯ ; মিস ম্যাকলাউডকে] |



Leave a Comment